Bangladesh Cricket

শাকিবকে ফিরিয়েও লাভ হল না, শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টেও হারের মুখে বাংলাদেশ

শাকিবকে দলে ফিরিয়েও লাভ হল না বাংলাদেশের। সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও শ্রীলঙ্কার কাছে কার্যত হারের মুখে নাজমুলের দল। তৃতীয় দিনের শেষে বাংলাদেশ পিছিয়ে ৪৫৫ রানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ২০:৫৯
picture of Shakib Al Hasan

চট্টগ্রামে শাকিব আল হাসানদের সঙ্গী হতাশা। ছবি: আইসিসি।

সিলেটে প্রথম টেস্ট ৩২৮ রানে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টেস্টেও নাজমুল হোসেন শান্তরা কার্যত হারের মুখে। তৃতীয় দিনের শেষে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা। শাকিব আল হাসানকে দলে ফিরিয়েও লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ।

Advertisement

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৫৩১ রান করার পর বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৭৮ রানে। ৩৫৩ রানের এগিয়ে থাকলেও আয়োজকদের ফলো অন করায়নি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সোমবার খেলার শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের রান ৬ উইকেটে ১০২।

রবিবার খেলার শেষে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৫। জ়াকির হাসান (২৮) এবং তাইজুল ইসলাম (শূন্য) অপরাজিত ছিলেন। জ়াকির করেন ৫৪ এবং তাইজুলের ব্যাট থেকে আসে ২২ রানের ইনিংস। এ ছাড়া বাংলাদেশের পক্ষে উল্লেখযোগ্য রান কেবল মোমিনুল হকের ৩৩। বাংলাদেশের বাকি ব্যাটারেরা শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে ঘরের মাঠে দাঁড়াতেই পারলেন না। অধিনায়ক নাজমুল (১), শাকিব (১৫), লিটন দাস (৪), শাহদাত হোসেন (৮), মেহেদি হাসান মিরাজ (৭), খালিদ আহমেদরা (১) কেউই ২২ গজে লড়াই করতে পারলেন না।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সফলতম অসিতা ফার্নান্দো ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন। লাহিরু কুমার ১৯ রানে ২ উইকেট, বিশ্ব ফার্নান্দো ৩৮ রানে ২ উইকেট এবং প্রভাত জয়সূর্য ৬৫ রানে ২ উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও প্রথম ইনিংসের সুবাদে ভাল জায়গায় রয়েছে ধনঞ্জয় ডিসিলভার দল। ওপেনার নিশান মধুশঙ্কা এবং চার নম্বরে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউজ ছাড়া কেউ রান পাননি। মধুশঙ্কা করেছেন ৩৪ রান। আর ম্যাথিউজ দিনের শেষে অপরাজিত রয়েছেন ৩৯ রান করে। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন জয়সূর্য (৩)। ব্যর্থ হলেন দিমুথ করুণারত্নে (৪), কুশল মেন্ডিস (২), দীনেশ চান্ডিমল (৯), ডিসিলভা (১), কামিন্ডু মেন্ডিসেরা (৯)।

বাংলাদেশের হাসান মেহমুদ ৫১ রানে ৪ উইকেট নিয়েছেন। ২৯ রানে ২ উইকেট খালিদের। ম্যাচের বাকি আরও দু’দিন। চট্টগ্রাম টেস্টও ফলাফলের দিকে এগোচ্ছে।

Advertisement
আরও পড়ুন