ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
পঞ্চম তথা সিরিজ়ের শেষ টেস্টেও হেরে গিয়েছে ইংল্যান্ড। রবিবার ভারতের কাছে তারা হেরেছে এক ইনিংস এবং ৬৪ রানে। তার আগে শনিবারের খেলার একটি মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে জনি বেয়ারস্টোকে ‘স্লেজিং’ করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। গোটা কথাবার্তাই ধরা পড়েছে স্টাম্প মাইকে।
তখন ১৭তম ওভার চলছে। ক্রিজ়ে ছিলেন বেয়ারস্টো। দু’টি বলের মাঝে স্টান্স নেওয়ার সময় হঠাৎই শুভমন গিলের দিকে তাকিয়ে বেয়ারস্টো বলে ওঠেন, “জিমিকে (অ্যান্ডারসন) ক্লান্ত হয়ে যাওয়া নিয়ে কী বলেছিলে?” শুভমন বলেন, “ওকে বলেছিলাম এ বার অবসর নেওয়া উচিত।” বেয়ারস্টো বলেন, “ও তোমাকে পরের বলেই আউট করে দিল?” শুভমন পাল্টা বলেন, “তাতে তোমার কী? তখন আমার শতরান হয়ে গিয়েছিল। তুমি এখানে এসে ক’টা শতরান করেছো?” এই সময় কথোপকথনে যোগ দেন শর্ট লেগে ফিল্ডিং করতে থাকা সরফরাজ়। বলে ওঠেন, “কয়েকটা রান করেছে কি করেনি, বেশি লাফানো শুরু করেছে।” ধারাভাষ্যকারেরা তা শুনে হাসতে থাকেন।
তবে সেই স্লেজিংয়ে বেয়ারস্টোর মনঃসংযোগ নড়ে যায়। তখন তিনি ২৮ বলে ৩৮ রানে ব্যাট করছিলেন। চার বল পরেই কুলদীপ যাদবের পরে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ৩১ বলে ৩৯ রান করেন তিনি। অশ্বিনের মতো বেয়ারস্টোও শততম টেস্ট খেলতে নেমেছিলেন। কিন্তু উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। গোটা সিরিজ়ে মাত্র ২৩৮ রান করেছেন।