shardul thakur

Shardul Thakur: বাগদান হয়ে গেল ভারতীয় দলের এই ক্রিকেটারের, বিয়ে কবে

জানা গিয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৭৫ জন। দু’পরিবারের ঘনিষ্ঠ লোকজন ছাড়া সেখানে ছিলেন রোহিত শর্মা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৭:১৪
শার্দূল ঠাকুর।

শার্দূল ঠাকুর। ফাইল ছবি

বাগদান সেরে ফেললেন ভারতীয় দলের জোরে বোলার শার্দূল ঠাকুর। সোমবার তাঁর বাগদান হয়ে গেল দীর্ঘ দিনের বান্ধবী মিতালি পারুলকরের সঙ্গে। মুম্বই ক্রিকেট সংস্থার দপ্তরেই সোমবার একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে দু’জনের বাগদান হয়ে যায়।

জানা গিয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৭৫ জন। দু’পরিবারের ঘনিষ্ঠ লোকজন ছাড়া সেখানে ছিলেন রোহিত শর্মা। তবে বাগদান হয়ে গেলেও বিয়ে এখনও বেশ দেরি আছে। জানা গিয়েছে, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিয়ের অনুষ্ঠান হতে পারে।

Advertisement

অনেক দিন ধরেই শার্দূলের বাগদান নিয়ে জল্পনা চলছিল। কিন্তু অনুষ্ঠান হচ্ছিল না মূলত এই ক্রিকেটারের সময় না হওয়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তিনি দুবাইয়ে ছিলেন। তার আগে সেখানেই আইপিএল-এ খেলেছেন। যদিও বিশ্বকাপে দু’টির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি শার্দূল। একটিও উইকেট পাননি। কিন্তু আইপিএল-এ জয়ী দল চেন্নাই সুপার কিংসের হয়ে তাঁকে নিয়মিত খেলতে দেখা গিয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Advertisement