Shakib Al Hasan

এশিয়া কাপে মরণ-বাঁচন ম্যাচে বাংলাদেশ দলে এক বদল, টসে জিতে কী বললেন শাকিব?

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে না পারলে ছিটকে যাবে তারা। সেই ম্যাচে একটি বদল করেছেন শাকিবরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৪
cricket

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে মরণ-বাঁচন ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারায় এই ম্যাচে তাদের জিততেই হবে। সেই ম্যাচে মরিয়া হয়ে দলে একটি বদল করলেন অধিনায়ক শাকিব আল হাসান। পাশাপাশি টসে জিতে নিজের সিদ্ধান্ত নেওয়ার কারণও জানিয়ে দিলেন তিনি।

Advertisement

শাকিব জানিয়েছেন, অতিরিক্ত বোলার দলে নেওয়ার লক্ষ্যেই আফিফ হোসেনের জায়গায় নাসুম আহমেদকে নিয়েছেন তাঁরা। শাকিবের কথায়, “আমরা প্রথমে ফিল্ডিং করতে চাই। আলাদা করে কোনও কারণ নেই। তবে পরের দিকে বৃষ্টি হতে পারে। দলে অতিরিক্ত বোলার নিয়েছি। তাই আগে বল করার সিদ্ধান্তই ঠিক বলে মনে হয়েছে।”

শাকিবের সংযোজন, “আমাদের এই ম্যাচ জিততেই হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওদের দেশে খেলা সহজ নয়। আমাদের আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। পাকিস্তানের থেকে অনেক আলাদা দল শ্রীলঙ্কা। সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।”

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা জানালেন, তিনি টসে জিতলে ব্যাটই নিতেন। বলেছেন, “ফ্লাডলাইটে পেস এবং স্পিনের বিরুদ্ধে ব্যাট করতে সমস্যা হবে। এক দিনের ক্রিকেটে এমনিতেই যা নিয়ম তাতে আগে ব্যাট করে জেতা মুশকিল। কিন্তু আমাদের হাতে মাথিশা পাথিরানা এবং মাহিশ থিকশানার মতো বোলার রয়েছে। নিজেদের উপর বিশ্বাস রাখলেই জিততে পারব।”

Advertisement
আরও পড়ুন