Indian Cricket Team

রোহিতের জন্য বন্ধ টেস্টের দরজা, বার্তা প্রধান নির্বাচক আগরকরের, লাল বলে প্রাক্তন কোহলি, জাডেজাও?

সিডনি টেস্টের আগেই রোহিতকে নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছেন আগরকর। বর্ডার-গাওস্কর ট্রফির পর কোহলি এবং জাডেজার সঙ্গেও আলোচনায় বসবেন প্রধান নির্বাচক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৭
picture of cricket

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

টেস্ট ক্রিকেটের জন্য আর ভাবা হচ্ছে না তাঁর কথা। ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টের আগেই রোহিত শর্মাকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। বর্ডার-গাওস্কর ট্রফি শেষ হওয়ার পর ভারতীয় দলের আরও দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজাকেও টেস্ট থেকে অবসর নেওয়ার বার্তা দেওয়া হতে পারে।

Advertisement

কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের মনোভাব বুঝিয়ে দেওয়া হয়েছে রোহিতকে। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় তাঁকে আর রাখা হচ্ছে না। ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রোহিতের দলে থাকা অনিশ্চিত। কারণ তাঁকে নিয়ে আর ভাবতেই চাইছেন না জাতীয় নির্বাচকেরা। আগরকর রোহিতকে জানিয়েছেন, তাঁদের এই সিদ্ধান্ত সর্বসম্মত।

রোহিত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। বাকি থাকছে শুধু এক দিনের ক্রিকেট। বর্ডার-গাওস্কর ট্রফি শেষ হলে তা নিয়ে রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন আগরকর। তিনি কথা বলতে চান কোহলি এবং জাডেজার সঙ্গেও। কোচ গম্ভীরের মতো আগরকরের বক্তব্য, দলে থাকতে হলে পারফর্ম করতে হবে। অতীত এবং নামের জোরে দলে জায়গা পাওয়ার দিন শেষ। এমনই বলা হয়েছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের প্রতিবেদনে।

৬, ৫, ২৩, ৮, ২, ৫২, ০, ৮, ১৮, ১১, ৩, ৬, ১০, ৩, ৯। শেষ ১৫টি টেস্ট ইনিংসে রোহিত শর্মার সংগ্রহ। তাঁর উপর আর ভরসা রাখতে পারছেন না নির্বাচকেরা। প্রায় একই অবস্থা কোহলিরও। শেষ ১৫টি টেস্ট ইনিংসে তিনি করেছেন অপরাজিত ২৯, শূন্য, ৭০, ১, ১৭, ৪, ১, ৫, অপরাজিত ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫ এবং ১৭। রোহিতের থেকে কিছুটা ভাল হলেও কোহলিসুলভ নয় একেবারেই। ধারাবাহিকতা না থাকায় তাঁর উপরেও আস্থা রাখতে পারছেন না নির্বাচকেরা। দলের দুই সিনিয়র ব্যাটারের খেলায় ফর্মে ফেরার লক্ষণ দেখছেন না আগরকরেরা। ধারাবাহিকতা নেই জাডেজার ব্যাটেও। শেষ ১৫টি টেস্ট ইনিংসে তিনি করেছেন ১২, ৪, ১৫, ৮৬, ৮, শূন্য, ৫, ৩৮, ৪২, ১৪, ৬, ৭৭, ১৭, ২ এবং ২৬। বল হাতেও আগের মতো ভরসা দিতে পারছেন না। রোহিতের মতো কোহলি এবং জডেজাও ৫০ রানের গণ্ডিও টপকাতে পারছেন না।

সূত্রের খবর, বর্ডার-গাওস্কর ট্রফির পর কোহলি এবং জাডেজার সঙ্গেও কথা বলবেন আগরকর। নির্বাচকদের পরিকল্পনা পরিষ্কার করে দেওয়া হবে। বলা হবে, টেস্ট দলে এ বার জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দিতে চাইছেন তাঁরা।

অবসর না নিলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সম্ভবত এক দিনের ক্রিকেটের পরিকল্পনা থেকেও রোহিতকে বাদ দেবেন নির্বাচকেরা। কোহলি এবং জাডেজার ক্ষেত্রেও হয়তো এই প্রতিযোগিতা পর্যন্তই অপেক্ষা করা হতে পারে। বর্ডার-গাওস্কর ট্রফির পর ভারতীয় ক্রিকেট দলের পরিবর্তনের প্রক্রিয়ায় নতুন গতি যোগ হতে পারে। ব্রিসবেন টেস্টের পর যে প্রক্রিয়া শুরু হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে। অদূর ভবিষ্যতে শেষ হয়ে যেতে পারে ভারতীয় ক্রিকেটে রোহিত, কোহলি, জাডেজাদের যুগ।

Advertisement
আরও পড়ুন