জাডেজার জার্সি হাতে মঞ্জরেকর। ছবি: সমাজমাধ্যম।
২০১৯ সালের বিশ্বকাপ থেকে ভারত বিদায় নিয়েছিল সেমিফাইনালে। তবে সেই বিশ্বকাপ উত্তপ্ত হয়েছিল অন্য একটি বিতর্কে। রবীন্দ্র জাডেজার উদ্দেশে কিছু কথা বলার কারণে গোটা দেশে সমালোচনার মুখে পড়েছিলেন সঞ্জয় মঞ্জরেকর। বোর্ডের শাস্তিও পেয়েছিলেন। সেই ক্রিকেটারের জার্সি পরেই এখন ঘুরতে দেখা যাচ্ছে মঞ্জরেকরকে।
সেই বিশ্বকাপে একটি ম্যাচে জাডেজার খেলার ধরন বর্ণনা করতে গিয়ে মঞ্জরেকর বলেছিলেন, তিনি ‘ঝড়তি-পড়তি’ ক্রিকেটার। বোঝাতে চেয়েছিলেন, জা়ডেজা নিয়মিত সুযোগ পান না। ব্যাটিং এবং বোলিং, দু’টিই অল্প অল্প করতে পারেন। সেই মন্তব্য ভাল ভাবে নেননি জাডেজা। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, “আপনি যতগুলো ম্যাচ খেলেছিলেন তার দ্বিগুণ ম্যাচ আমি খেলেছি। এখনও খেলে যাচ্ছি। যারা কিছু অর্জন করেছে তাদের সম্মান করতে শিখুন। আপনার মুখের খারাপ ভাষা অনেক শুনেছি।”
তবে সেই দূরত্ব অনেকটাই ঘুচেছে। সমাজমাধ্যমে জাডেজার ভারতীয় দলের জার্সির ছবি পোস্ট করে মঞ্জরেকর লিখেছেন, “হাসিমুখে আট নম্বর জার্সি পরলাম।”
জাডেজাকে ওই কথা বলার পর মঞ্জরেকরকে ২০২০-র আইপিএলে ধারাভাষ্য দেওয়া থেকে নির্বাসিত করেছিল বিসিসিআই। মঞ্জরেকর তার পর বলেছিলেন, “ওই মন্তব্য আমাকে আজ ছিঁড়ে খাচ্ছে। জাডেজার প্রতিভা আমাকে সব দিক দিয়ে ব্যর্থ প্রমাণিত করেছে। তবে এই জাডেজাকে আমরা বেশি দেখতে পাই না।”
বোর্ডের কাছে আবেদন করে আবার আইপিএলে ধারাভাষ্যের সুযোগ পান মঞ্জরেকর। বছর দুয়েক আগে একটি ম্যাচে মাঠে জাডেজার সাক্ষাৎকার নিয়েছিলেন। দু’জনের মধ্যেকার দূরত্ব এখন অনেকটাই কমেছে বলে মনে করা হয়।