(বাঁ দিকে) খোয়া যাওয়া সেই মোটরবাইক। চোরের ফেলে যাওয়া সাইকেল (ডান দিকে)। —নিজস্ব চিত্র।
দাদার বাড়িতে আইবুড়োভাত খেতে গিয়ে বিপত্তি। বাইক খোয়া গেল যুবকের। তবে বিনিময়ে একটি ‘লেডিবার্ড’ সাইকেল ফেলে গেল চোর। আর সেই সাইকেলে চেপেই বাড়ি ফিরতে হল হবু বরকে। চুঁচুড়ার ইমামবাজার এলাকার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত চোর কিংবা চুরি যাওয়া বাইকের সন্ধান মেলেনি।
আগামী ২ ফেব্রুয়ারি সৈয়দ মহম্মদ ওয়াসিম নামের ওই যুবকের বিয়ে। বুধবার রাত পৌনে ১০টা নাগাদ ইমামবাজারে দাদা সৈয়দ মহম্মদ মুকারমের বাড়িতে আইবুড়োভাত খেতে গিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা ওয়াসিম। বাইকটি বাড়ির বাইরে গলিতে রাখা ছিল। ছিল আরও দু’টি বাইক। কিন্তু খাওয়াদাওয়া সেরে রাত পৌনে ১১টায় বেরিয়ে নিজের বাইকটি দেখতে পাননি ওয়াসিম। বাইকের পরিবর্তে গোলাপি রঙের একটি লেডিবার্ড সাইকেল দেখতে পান ওই যুবক।
ওয়াসিম বলেন, “বাইকের হ্যান্ডল লক করা ছিল। লক ভেঙে নিয়ে গিয়েছে। হুগলি, চুঁচুড়া, ব্যান্ডেল-সহ একাধিক জায়গায় বিস্তর খোঁজাখুঁজি করি। কিন্তু বাইকের সন্ধান মেলেনি। চোরের ফেলে যাওয়া সাইকেল নিয়ে বাড়ি ফিরি। পুলিশকে জানিয়েছি। বিয়ের আগে বাইক চুরি হওয়ায় কাজের অসুবিধা হবে।”
কয়েক বছর আগে সাইকেল চুরির ঘটনা বেড়েছিল চুঁচুড়া শহরে। রাস্তাঘাটে তো বটেই, বাড়ি-ফ্ল্যাট থেকেও চুরি হচ্ছিল সাইকেল। পুলিশি তৎপরতায় সেই সময় চুরি বন্ধ হয়। আবার শীতের রাতে বাইক চুরির ঘটনায় চিন্তায় শহরবাসী। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে পার্শ্ববর্তী একটি এলাকাতেও একটি বাইক চুরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।