BGT 2024-25

গম্ভীর দর্শক, মেলবোর্নে ভারতের নেটে নতুন তিন কোচ! কী দেখা গেল অনুশীলনে

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে ভারতের অনুশীলনে দেখা গেল তিন নতুন কোচকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৮
cricket

গৌতম গম্ভীর। মেলবোর্ন টেস্টের আগে তাঁর কাজ ভাগ করে নিচ্ছেন অন্যেরা। —ফাইল চিত্র।

সিরিজ় ১-১ ব্যবধানে রয়েছে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। এই ম্যাচ জিততে মরিয়া ভারত। সেই ছবিই দেখা গেল নেটে। মেলবোর্নে ভারতের অনুশীলনে দেখা গেল তিন নতুন কোচকে। দর্শকের ভূমিকায় ছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর।

Advertisement

মেলবোর্নে অনুশীলনে সিনিয়র খেলোয়াড়েরাই কোচের ভূমিকা পালন করেন। শুরুটা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ সিরাজ তাঁকে একটি বাউন্সার করেছিলেন। সেই বলটি পুল মারেন রোহিত। তার পরেই তিনি পলেন, “নীচের দিকে তাকাচ্ছিলি। তোকে দেখেই আমি বুঝতে পেরেছি বাউন্সার করবি।” রোহিতের কথা থেকে পরিষ্কার, তিনি আগেই সিরাজের বল বুঝে গিয়েছিলেন।

অধিনায়কের কথা শুনে কিছু ক্ষণ ভাবেন সিরাজ। তার পরে আবার বল করতে যান। তার পরে নেটে সিরাজ যে কয়েকটি বাউন্সার করেন, তার একটিতেও নীচের দিকে তাকাননি তিনি। সিরাজের সেই বদল দেখে হাসি ফোটে রোহিতের মুখে। মেলবোর্নে বল করার সময়ও হয়তো রোহিতের কথা মাথায় রাখবেন সিরাজ। শুধু সিরাজ নন, ওয়াশিংটন সুন্দরকেও ভুল ধরিয়ে দেন রোহিত।

একই কাজ করতে দেখা যায় বিরাট কোহলিকে। তিনি যখন ব্যাট করছিলেন তখন পাশের নেটে ছিলেন যশস্বী জয়সওয়াল। নিজের ব্যাটিং থামিয়ে যশস্বীকে কিছু বলতে দেখা যায় তাঁকে। কোহলির কথা শুনে মাথা নাড়েন যশস্বী।

ভারতের বোলিং আক্রমণের নেতা যশপ্রীত বুমরাকেও দেখা যায় কোচের ভূমিকায়। যশস্বী ও লোকেশ রাহুলকে বল করছিলেন তিনি। যে কয়েকটি বল তাঁদের ব্যাটের কাছ দিয়ে যায়, প্রতিটি বলের পরে বুমরা বলেন, “আরে রে রে।” তিনি বোঝাতে চান, আর একটু হলেই খোঁচা দিতেন তাঁরা। বুমরার একটি বলে খোঁচা মারেন যশস্বী। কিন্তু সে বার বুমরা বলেন, “ঠিক আছে। স্লিপের হাতে বল যেত না।” ভারতীয় ব্যাটারের মনোবল বাড়াতে দেখা যায় তাঁকে।

নেটে অনেক ক্ষণ অনুশীলন করে ভারত। কিন্তু মেলবোর্নের উইকেটে বাউন্স খুব কম। কয়েকটি বলই কোমরের উপরে ওঠে। অনেক পরিশ্রম করতে হচ্ছিল পেসারদের। কয়েকটি বল অবশ্য ব্যাটারদের গায়ে লাগে। রোহিতের প্যাডে একটি বল লাগার পরে দেখা যায়, ব্যাটিং ছেড়ে হাঁটুতে আইস প্যাক বেঁধে বসে রয়েছেন তিনি। পরে অবশ্য হোটেলে ফেরার সময় রোহিতকে দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে তাঁর।

Advertisement
আরও পড়ুন