Virat Kohli

নজিরের সামনে কোহলি, মেলবোর্নে সচিনকে টপকানোর সুযোগ বিরাটের

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। সেখানে সচিন তেন্ডুলকরের নজির ভাঙার সুযোগ রয়েছে বিরাট কোহলির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬
cricket

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

গত দু’টি টেস্টে রান পাননি বিরাট কোহলি। মেলবোর্নে চতুর্থ টেস্টে রানে ফেরার লক্ষ্যে ভারতীয় ব্যাটার। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। সেখানে সচিন তেন্ডুলকরের নজির ভাঙার সুযোগ রয়েছে কোহলির।

Advertisement

মেলবোর্নে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান সচিনের। পাঁচটি টেস্টে ৪৪.৯০ গড় ও ৫৮.৬৯ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেছেন তিনি। তিনটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। এই মাঠে তিনটি টেস্টে কোহলি করেছেন ৩১৬ রান। ৫২‌.৬৬ গড়ে রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৬৯ রান। অর্থাৎ, বক্সিং-ডে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩৪ রান করলেই সচিনকে টপকে যাবেন কোহলি। এক টেস্ট কম খেলেই ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হবেন তিনি।

এখন অবশ্য সচিনের পরে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক অজিঙ্ক রাহানে। মেলবোর্নে তিনটি টেস্টে ৭৩.৮০ গড়ে ৩৬৯ রান করেছেন তিনি। দু’টি শতরান রয়েছে তাঁর। কোহলি আর ৫৪ রান করলেই রাহানেকেও টপকে যাবেন।

চলতি সিরিজ়ে পার্‌থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন কোহলি। দেখে মনে হয়েছিল, এই সিরিজ়ে রান পাবেন তিনি। কিন্তু পরের দুই টেস্টে অ্যাডিলেড ও ব্রিসবেনে রান পাননি কোহলি। বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন। মেলবোর্নে কোহলির পরিসংখ্যান ভাল। এখন দেখার, বক্সিং-ডে টেস্টে সচিনের নজির তিনি ভাঙতে পারেন কি না।

Advertisement
আরও পড়ুন