Virat Kohli

Rohit Sharma: টি-টোয়েন্টির মসনদে রোহিত, ছাপিয়ে গেলেন কোহলীকে

টি-টোয়েন্টিতে অর্ধশতরানের তালিকায় শীর্ষে রোহিত শর্মা। ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলীকে। কুড়ি-বিশের ক্রিকেটে সব থেকে বেশি রানও রোহিতের দখলে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১২:২৭
টি-টোয়েন্টিতে নজির রোহিতের

টি-টোয়েন্টিতে নজির রোহিতের ফাইল চিত্র

টি-টোয়েন্টিতে রানের তালিকায় ফের শীর্ষে রোহিত শর্মা। দু’দিন আগে রোহিতকে টপকে এক নম্বরে উঠেছিলেন মার্টিন গাপ্টিল। নিউজিল্যান্ডের ওপেনারকে টপকে ফের এক নম্বরে ফিরে এসেছেন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬৪ রান করেন রোহিত। টি-টোয়েন্টিতে তাঁর রানের সংখ্যা ৩৪৪৩। দ্বিতীয় স্থানে থাকা গাপ্টিলের থেকে (৩৩৯৯) ৪৪ রান এগিয়ে তিনি। তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৩৩০৮। চার নম্বরে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং (২৮৯৪)। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর রান ২৮৫৫।

Advertisement

রান ছাড়াও একটি নজির গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে অর্ধশতরানের তালিকাতেও শীর্ষে তিনি। কুড়ি-বিশের ক্রিকেটে ৩১টি অর্ধশতরান রোহিতের। কোহলীর অর্ধশতরানের সংখ্যা ৩০টি। অর্থাৎ কোহলীকে টপকে গিয়েছেন ভারত অধিনায়ক। অর্ধশতরানের তালিকায় তিন নম্বরে রয়েছেন বাবর আজম। তিনি ২৭টি অর্ধশতরান করেছেন। তালিকায় প্রথম পাঁচে থাকা বাকি দুই ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার (২৩) ও মার্টিন গাপ্টিল (২২)।

Advertisement
আরও পড়ুন