WTC Final 2023

‘আইপিএলে ১০টা ক্যামেরা থাকে, টেস্ট বিশ্বকাপ ফাইনালে ২টো!’ বিতর্কিত ক্যাচ নিয়ে কটাক্ষ রোহিতের

টেস্ট বিশ্বকাপ ফাইনালের চতুর্থ দিন থেকেই শুভমনের আউট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। খেলা শেষ হওয়ার পর রোহিতও অসন্তোষ প্রকাশ করেন। প্রশ্ন তুলেছেন প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৯:৫২
picture of Rohit Sharma

রোহিত শর্মা। ছবি: আইসিসি।

টেস্ট বিশ্বকাপ ফাইনালে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা। বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠল শুভমন গিলের আউটের প্রসঙ্গও। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও টেস্ট বিশ্বকাপ ফাইনালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারত অধিনায়ক। তুলনা করলেন আইপিএলের সঙ্গে।

শুভমনের আউট নিয়ে হতাশা গোপন করেননি রোহিত। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় তৃতীয় আম্পায়ার আরও বেশি বার রিপ্লে দেখতে পারতেন। ক্যাচটা ঠিক ভাবে ধরা হয়েছে কিনা, সেটা সম্পর্কে আরও নিশ্চিত হওয়া দরকার ছিল। তিন বা চার বার দেখেই উনি সন্তুষ্ট হয়ে গেলেন যে, ক্যাচ ঠিক মতো ধরা হয়েছে!’’

Advertisement

আইপিএলের উদাহরণ দিয়ে টেস্ট বিশ্বকাপ ফাইনালের প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘আইপিএলে অন্তত ১০টা ক্যামেরায় বিভিন্ন দিক থেকে দেখার সুযোগ থাকে। জানি না বিশ্ব পর্যায়ের এমন একটা ফাইনাল ম্যাচে কেন আল্ট্রা মোশনের ব্যবস্থা ছিল না। কেন আরও বেশি ক্যামেরার ব্যবস্থা করা হয়নি। আরও জ়ুম করেও দেখা যেতে পারত। বিষয়টা সত্যিই আমাকে হতাশ করেছে।’’

তৃতীয় আম্পায়ারের ভূমিকা নিয়ে রোহিত বলেছেন, ‘‘মনে হয় একটু দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের ক্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ১০০ শতাংশের বেশি নিশ্চিত হওয়া উচিত। আমরা টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলছিলাম। তখন ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলাম। তাই আরও বেশি হতাশ লাগছে। আরও বেশি ক্যামেরায় রিপ্লেটা দেখা উচিত ছিল। আরও বেশি দিক থেকে ক্যাচটা দেখা যেতে পারত। মাত্র দু’একটা ক্যামেরায় ক্যাচের রিপ্লে দেখানো হল। আইপিএলও এর থেকে বেশি ক্যামেরায় কভার করা হয়।’’

রোহিত আরও বলেছেন, ‘‘সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সেটার ব্যাপারে যথেষ্ট তথ্য থাকা দরকার। শুধু ক্যাচ নয়। যে কোনও ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ নিশ্চিত হওয়া দরকার। সেটা না হওয়ায় আমি ভীষণ হতাশ।’’ টেস্ট বিশ্বকাপ ফাইনালের সীমিত প্রযুক্তি এবং তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি যে ভাল ভাবে নেননি, তা বুঝিয়ে দিতে কোনও সংকোচ করেননি রোহিত।

Advertisement
আরও পড়ুন