Rohit Sharma

জোর সওয়াল বিশ্বকাপের ম্যাচ দিনের বেলায় করার, অশ্বিনের দাবিতে সায় রোহিতেরও

শিশিরের জন্য খেলার ফয়সালা যাতে না হয় তার জন্য খেলা শুরুর সময় নিয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই প্রস্তাব মনে ধরেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ২১:৫৫
এক দিনের বিশ্বকাপ নিয়ে বড় মন্তব্য করলেন রোহিত শর্মা। ম্য়াচের সময় বদলের প্রস্তাবে সায় দিয়েছেন তিনি।

এক দিনের বিশ্বকাপ নিয়ে বড় মন্তব্য করলেন রোহিত শর্মা। ম্য়াচের সময় বদলের প্রস্তাবে সায় দিয়েছেন তিনি। —ফাইল চিত্র

রবিচন্দ্রন অশ্বিনের প্রস্তাবে সায় দিয়েছেন রোহিত শর্মা। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এক দিনের বিশ্বকাপ। সেই সময় সন্ধ্যার পর থেকে শিশির পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ফলে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিশিরের প্রভাব কমাতে খেলা শুরুর সময় আরও এগিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন অশ্বিন। সেই প্রস্তাব মনে ধরেছে রোহিতের।

অশ্বিনের প্রস্তাব নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তার জবাবে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘আমার মনে হয় এটা ভাল প্রস্তাব। কারণ, তা হলে বিশ্বকাপে টসের উপর বেশি নির্ভর করতে হবে না। টসের প্রভাব খেলা থেকে সরিয়ে ফেলা যাবে। আমার মনে হয় এটা আইসিসির ভাবা উচিত।’’

Advertisement

অশ্বিনের প্রস্তাব পছন্দ হলেও সেটা আদৌ বাস্তবায়িত হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে রোহিতের। তিনি বলেছেন, ‘‘প্রস্তাবটা খুব ভাল। কিন্তু সেটা করা সম্ভব হবে কি? কারণ, খেলা কখন শুরু হবে সেটা ঠিক করে সম্প্রচারকারী চ্যানেল। কিন্তু খেলা আগে শুরু হলে কেউ বাড়তি সুবিধা পাবে না। ক্রিকেটীয় দক্ষতার উপর খেলার ফয়সালা হবে। আমরা তো সেটাই চাই।’’

ঠিক কী বলেছিলেন অশ্বিন? এক দিনের খেলা সাধারণত দুপুর ১.৩০ মিনিট থেকে শুরু হয়। খেলা শেষ হওয়ার সময় রাত ৯.৩০ মিনিট। অশ্বিন চান বেলা ১১.৩০ মিনিটে খেলা শুরু হোক। তা হলে সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ খেলা শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর শিশিরের প্রভাব পড়বে না।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো বার্তায় এই কথা বলেছেন অশ্বিন। তিনি টেনে এনেছেন ভারত-শ্রীলঙ্কা প্রথম এক দিনের ম্যাচের প্রসঙ্গ। অশ্বিন বলেছেন, ‘‘শিশির থাকলে দুটো দলের গুণগত পার্থক্য কমে যায়। শিশিরের সুবিধা পেয়ে অনেক সময় খারাপ দলও ম্যাচ জিততে পারে। গুয়াহাটিতে ভারত খুব ভাল ব্যাট করেছিল। ৩৭৩ রান করার পরেও মাত্র ৬৭ রানে জিতেছে তারা। তার এক মাত্র কারণ শিশির। সেটা হওয়া উচিত নয়।’’ তার পরেই বিশ্বকাপ নিয়ে পরামর্শ দিয়েছেন অশ্বিন। বলেছেন, ‘‘বিশ্বকাপেও এই সমস্যা দেখা যেতে পারে। তা হলে কেন বেলা ১১.৩০ মিনিট থেকে খেলা শুরু হবে না? এতে দু’দলেরই সুবিধা হবে।’’

আইসিসির কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদনও করেছেন অশ্বিন। ভারতীয় স্পিনার বলেছেন, ‘‘আইসিসি ভাল করে জানে, ভারতে যখন বিশ্বকাপ হবে তখন শিশিরের প্রভাব থাকবে। ওদের উচিত খেলা শুরুর সময় এগিয়ে আনা। তা হলে টসের গুরুত্ব থাকবে না। যে দল মাঠে ভাল খেলবে সেই দল জিতবে। শুধু শিশিরের জন্য কোনও অঘটন ঘটবে না।’’

Advertisement
আরও পড়ুন