Gambhir on Rohit

দেড় বছর ধরে শতরান নেই! বিরাটের মতো রোহিতকে নিয়ে কেন কথা হচ্ছে না? প্রশ্ন গম্ভীরের

প্রায় দেড় বছর ধরে শতরান করতে পারেননি রোহিত শর্মা। কিন্তু তাঁর ব্যাটিং নিয়ে কোনও সমালোচনা হচ্ছে না। কোহলিকে নিয়ে সমালোচনা হলে রোহিতকে বাদ দেওয়া হচ্ছে কেন? প্রশ্ন তুলেছেন গম্ভীর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৯:৩০
৫০টি আন্তর্জাতিক ম্যাচে শতরান নেই রোহিত শর্মার। তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছেন গৌতম গম্ভীর।

৫০টি আন্তর্জাতিক ম্যাচে শতরান নেই রোহিত শর্মার। তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছেন গৌতম গম্ভীর। —ফাইল চিত্র

দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটে রান পাচ্ছিলেন না বিরাট কোহলি। সেই সময় তাঁর কম সমালোচনা হয়নি। অনেকে বলেছিলেন, ভারতের প্রাক্তন অধিনায়কের ক্রিকেট জীবন হয়তো শেষ। ঠিক একই অবস্থা ভারতের এখনকার অধিনায়কের। ৫০টি ইনিংস ধরে শতরান করতে পারেননি রোহিত শর্মা। শেষ বার প্রায় দেড় বছর আগে শতরান করেছিলেন তিনি। কিন্তু তাঁকে নিয়ে কোনও কথা হচ্ছে না। বিরাটকে নিয়ে সমালোচনা হলে রোহিতেরও সমালোচনা করা উচিত। কেন তাঁকে নিয়ে কথা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর।

সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘গত তিন বছর ধরে বিরাট শতরান করতে না পারায় ওকে নিয়ে আমরা যা যা বলেছি, রোহিতের ক্ষেত্রেও সেটা হওয়া উচিত। রোহিতকেও সেই সব প্রশ্নের মুখে পড়তে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টা ইনিংস কম নয়।’’

Advertisement

চলতি বছরই ভারতে এক দিনের বিশ্বকাপ। সেখানে ভাল ফল করতে হলে বিরাট ও রোহিতকে ভাল খেলতে হবে। তাই এখন থেকেই নিজের ছন্দ নিয়ে রোহিতের পরিশ্রম করা উচিত বলে মনে করেন গম্ভীর। তিনি বলেছেন, ‘‘এক, দু’টো সিরিজ়ে শতরান না করা অন্য ব্যাপার। সেটা হতেই পারে। কিন্তু গত বিশ্বকাপের পর থেকে রোহিতের ব্যাটে খরা চলছে। ছন্দে থাকাকালীন বড় বড় শতরান করত রোহিত। কিন্তু সেটাই এখন পাওয়া যাচ্ছে না।’’

খারাপ সময় কাটিয়ে ছন্দে ফিরেছেন বিরাট। এ বার রোহিতেরও সেই সময় হয়েছে বলে মনে করছেন গম্ভীর। ভারতের প্রাক্তন ওপেনারের কথায়, ‘‘বিরাট ছন্দে ফিরেছে। এ বার খালি রোহিতকে ছন্দে ফিরতে হবে। বিশ্বকাপের আগে এটাই ভারতের চাহিদা। ওরা দু’জন ছন্দে থাকলে বিশ্বকাপে অনেকটা সুবিধা হবে ভারতের।’’

২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শেষ শতরান এসেছিল রোহিতের ব্যাট থেকে। আর এক দিনের ম্যাচে তিনি শেষ বার তিন অঙ্কে পৌঁছেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার পর থেকে বড় রান নেই রোহিতের ব্যাটে। তাই তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন তুলতে বলেছেন গম্ভীর।

Advertisement
আরও পড়ুন