Border-Gavaskar Trophy 2024-25

অস্ট্রেলিয়া রওনা হলেন রোহিত, পার্‌থেই দলের সঙ্গে যোগ দেবেন ভারতের অধিনায়ক

দ্বিতীয় সন্তানের জন্মের জন্য দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাননি রোহিত। স্ত্রী রীতিকার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০৮:৩৯
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া গেলেন রোহিত শর্মা। শনিবার রাতে তিনি পার্‌থের বিমান ধরেছেন। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের প্রথম টেস্ট খেলছেন না রোহিত। তাঁর পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা।

Advertisement

সিরিজ়ের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। অ্যাডিলেডের সেই টেস্ট থেকে রোহিত মাঠে নামবেন বলে মনে করা হচ্ছে। রবিবারই দলের সঙ্গে পার্‌থেই যোগ দেবেন তিনি। অস্ট্রেলিয়ার বিমান ধরার জন্য শনিবার রাত ১১টা নাগাদ তিনি মুম্বই বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে রোহিতকে বিদায় জানাতে এসেছিলেন স্ত্রী রীতিকা সাজদে। স্বামীকে জড়িয়ে ধরে বিদায় ও শুভেচ্ছা জানান তিনি। তাঁদের সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

গত ১৫ নভেম্বর রীতিকা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ২০১৫ সালে প্রথম বার বাবা হয়েছিলেন রোহিত। সামাইরার জন্ম দিয়েছিলেন স্ত্রী রীতিকা। ৯ বছর পর দ্বিতীয় বার বাবা হলেন রোহিত। দ্বিতীয় বার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শুরু থেকে থাকবেন না বলে জানিয়েছিলেন। তার পরেই জানা যায়, রোহিত দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দল ০-৩ হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় বার বাবা হওয়ার পরই আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন।

বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টেই অধিনায়ক রোহিতের অনুপস্থিতিকে কেন্দ্র করে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। প্রথম টেস্টের আগে শুভমন গিলের আঙুলে চোট সেই আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। রোহিত, শুভমনহীন ভারতীয় ব্যাটিং লাইনআপ পার্‌থে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায়। যদিও দ্বিতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং করেছেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল।

Advertisement
আরও পড়ুন