India Cricket

কেকেআরের ১০ কোটির অলরাউন্ডার জাদু জানেন, দাবি রোহিত শর্মার!

সামনেই আইপিএল। তার আগে দেশের জার্সিতে ভাল খেলছেন কলকাতা নাইট রাইডার্সের ১০ কোটির অলরাউন্ডার। তাঁর প্রশংসা শোনা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ ১২:২৬
কেকেআরে সুযোগ পাওয়া ক্রিকেটারের খেলা দেখে খুশি রোহিত। ভারত অধিনায়ক তাঁর প্রশংসা করেছেন।

কেকেআরে সুযোগ পাওয়া ক্রিকেটারের খেলা দেখে খুশি রোহিত। ভারত অধিনায়ক তাঁর প্রশংসা করেছেন। —ফাইল চিত্র

এ বারের আইপিএলের নিলামের আগে ১০ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুল ঠাকুরকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সামনেই আইপিএল। তার আগে দেশের জার্সিতে ভাল খেলছেন শার্দুল। তাঁর প্রশংসা শোনা গিয়েছে রোহিত শর্মার মুখে। ভারত অধিনায়ক শার্দুলকে জাদুকর বলেছেন।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ইনদওরে সিরিজ় জেতার পরে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘‘শার্দুল অনেক দিন ধরে দলের জন্য এটা করছে। ও বল করতে এলেই উইকেট নেয়। তাই আমরা ওকে জাদুকর বলি। যত ম্যাচ খেলবে তত পরিণত হবে শার্দুল। ধীরে ধীরে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করছে শার্দুল।’’

Advertisement

ইনদওরে ভারতের করা ৩৮৫ রান তাড়া করতে গিয়ে একটা সময় ভাল জায়গায় ছিল নিউ জ়িল্যান্ড। সেখান থেকে দলকে খেলায় ফেরায় শার্দুলের তিন উইকেট। ড্যারিল মিচেল, টম লাথাম ও গ্লেন ফিলিপ্সকে আউট করেন তিনি। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ২৫ রান করেছেন শার্দুল। তাই ম্যাচ শেষে তাঁর প্রশংসা করেছেন রোহিত।

তবে সেই সঙ্গে চিন্তার কথাও শোনা গিয়েছে রোহিতের মুখে। তিনি জানিয়েছেন, যশপ্রীত বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে খেলতে পারবেন না। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘বুমরার দলে ফেরা নিয়ে আমি এখনও কিছু জানি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে ওকে পাব না। আশা করছি পরের দুটো টেস্টে ওকে পাব। কিন্তু সেটাও আমার আশা। বুমরা ফিরতে পারবে কি না জানি না।’’

অক্টোবরে ভারতে এক দিনের বিশ্বকাপ। দেশের মাটিতে ভাল খেলতে হলে বুমরাকে দলে দরকার। গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না দল। সে কথা শোনা গিয়েছে রোহিতের মুখেও। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘চোট সারিয়ে ফেরা সহজ নয়। পুরোপুরি সুস্থ হয়ে না ফিরলে আবার চোট লাগার সম্ভাবনা থাকে। আর সামনের কয়েক মাসে অনেক খেলা আছে। তাই আমরা পুরো সুস্থ বুমরাকে চাইছি।’’

এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন বুমরা। তাঁর উপর নজর রাখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল। বুমরার চোট নিয়ে তাঁরা চিকিৎসকেদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘আমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি। বুমরার পুরো সুস্থ হতে যত সময় লাগবে সেটা ওকে দেওয়া হবে।’’

আরও পড়ুন
Advertisement