জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।
সিডনি টেস্টের শেষ দিন বল করতে পারেননি। তবে বর্ডার-গাওস্কর ট্রফি মাতিয়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ। ৩২টি উইকেট নিয়ে সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন। কেন বুমরাহকে খেলতে এত সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া? ব্যাখ্যা করেছেন রিকি পন্টিং।
স্মিথকে গোটা সিরিজ়ে তিন বার আউট করেছেন বুমরাহ। তার পর পার্থে প্রথম বলেই ফিরিয়েছিলেন। স্মিথের সমস্যা নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তাঁর কথায়, “কেন বুমরাহকে খেলতে সমস্যা হয়েছে সেটা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। অনেক দিন ধরে বুমরাহকে দেখছি। ১৭ বছর বয়সে প্রথম খেলতে আসার সময় আইপিএলে ওর অধিনায়কও ছিলাম।”
বুমরাহকে নিয়ে অস্ট্রেলিয়ার ভাবনাচিন্তা কী? পন্টিং বলেছেন, “জোরে বোলারদের খেলার ক্ষেত্রে স্মিথের টেকনিকটা বেশ ভাল। তবে বুমরাহের চোখ বা হাতের পজিশন দেখে ওর বলের সম্পর্কে আগাম অনুমান করতে পারে না। তাই ওর চার, পাঁচ বল লাগে মানিয়ে নিতে। কখনও কখনও তাঁর মধ্যেই আউট হয়ে যায়।”
কঠিন পিচে বুমরাহকে খেলা যে সত্যিই কঠিন, সেটা মেনে নিয়েছেন পন্টিং। তাঁর মতে, “কঠিন পিচে বুমরাহের বিরুদ্ধে ব্যাট করতে নেমে যদি আপনার সাধারণ কাজগুলো ঠিকঠাক না হয়, তা হলে খুব তাড়াতাড়ি আউট হয়ে যেতে পারেন।”