Ravi Shastri

Ravi Shastri: সচিনের মাথায় একটা পোকা ছিল, সেটা কি আর কারও মধ্যে নেই? প্রশ্ন রবি শাস্ত্রীর

ব্যাট করার পাশাপাশি বল করতে ভালবাসতেন সচিন, সহবাগরা। এখন কি কোনও ভারতীয় ব্যাটার বল করতে ভালবাসেন না? প্রশ্ন করেছেন রবি শাস্ত্রী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৫:০৭
সচিনের প্রসঙ্গ টেনে নির্বাচকদের প্রশ্ন শাস্ত্রীর

সচিনের প্রসঙ্গ টেনে নির্বাচকদের প্রশ্ন শাস্ত্রীর ফাইল চিত্র

দু’দিন আগেই জানিয়েছিলেন, তাঁর কোচিংয়ে এক জন ভাল অলরাউন্ডারের অভাবেই ২০১৯ সালের এক দিনের ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেননি। ভারতীয় দলে অলরাউন্ডারের অভাব নিয়ে ফের মুখ খুললেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের প্রশ্ন, এখন ব্যাটাররা কেন বল করতে চান না? সচিন তেন্ডুলকরের মাথায় বল করার যে পোকাটা ছিল সেটা কি আর কারও মাথায় নেই?

শাস্ত্রী প্রশ্ন করেছেন নির্বাচকদের। তাঁর প্রশ্ন, বল করতে ভালবাসেন এমন ব্যাটারের সংখ্যা কি কমে যাচ্ছে? তিনি বলেন, ‘‘সচিনের মাথায় পোকা ছিল। নেটে ব্যাটিং শেষ করার পর ও থেমে যেত না। বল তুলে নিত। অফ স্পিন, লেগ স্পিন অনুশীলন করত। অজয় জাডেজাও নেটে বল করতে ভালবাসত। সচিনের মাথায় যে পোকাটা ছিল সেটা কি আর কারও মাথায় নেই? এত ব্যাটার উঠে আসছে। তাদের মধ্যে কেউ কি বল করতে ভালবাসে না? এটা হতে পারে না।’’

Advertisement

আগে ভারতীয় দলে বেশ কয়েক জন ব্যাটার ছিলেন যাঁরা বল করতে পারতেন। তার ফলে দলের ভারসাম্য ঠিক থাকত। শাস্ত্রী বলেন, ‘‘আগে সচিন, সহবাগ, যুবরাজ, রায়নারা ছিল। কিন্তু গত ৩-৪ বছর ধরে বল করতে পারা ব্যাটারের সংখ্যা কমেছে। তার ফলে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই দলে অক্ষর, হুডাদের দেখে ভাল লাগছে। ওরা ব্যাট-বল দু’টোই করতে পারে।’’

শাস্ত্রীর মতে, অলরাউন্ডার খুঁজে আনার দায়িত্ব নির্বাচকদের। তবে দলের অধিনায়ককেও এগিয়ে আসতে হবে। তাঁকে নিজের চাহিদা নির্বাচকদের জানাতে হবে। শাস্ত্রী বলেন, ‘‘অধিনায়ক ও নির্বাচকদের মধ্যে যোগাযোগ আরও ভাল হতে হবে। অধিনায়ককে বলতে হবে, আমার দলে এমন এক জন ক্রিকেটার দরকার যে ছ’নম্বরে ব্যাট করতে নামবে, আবার ৪-৫ ওভার বল করবে। ঘরোয়া ক্রিকেট থেকে এ রকম কয়েক জন ক্রিকেটার তুলে আনুন।’’

আরও পড়ুন
Advertisement