Today’s Sports Events

ইতিহাস বদলানোর লক্ষ্যে বাগান, অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ, আলকারাজ়ের ম্যাচ, আর কী কী

শনি-ডার্বির পর আজ নামছে মোহনবাগান। ইতিহাস বলছে, ডার্বিতে জয়ী দল পরের ম্যাচেই হোঁচট খায়। কামিংসেরা কি ইতিহাস বদলাতে পারবেন? অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ, আলকারাজ়ের ম্যাচ। রয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, লা লিগার ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৬:২১

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শনি-ডার্বির পর আজ প্রথম নামছে মোহনবাগান। বিপক্ষে জামশেদপুর। ইতিহাস বলছে, ডার্বিতে জয়ী দল পরের ম্যাচেই হোঁচট খায়। আজ জেসন কামিংসেরা কি ইতিহাস বদলাতে পারবেন?

Advertisement

আজ শুরু অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচ। নামবেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ়, আলেকজান্ডার জ়েরেভ, আরিনা সাবালেঙ্কা, ইগা সিয়নটেক। রয়েছে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, লা লিগার ম্যাচ।

ডার্বির পর নামছে মোহনবাগান, মিথ ভাঙতে পারবেন কামিংসেরা?

আজ আইএসএলে নামছে মোহনবাগান। গত শনিবার ডার্বি ম্যাচের পর এই প্রথম নামছে সবুজ-মেরুন। ইস্টবেঙ্গলকে হারিয়ে স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী তারা। কিন্তু ইতিহাস বলছে, ডার্বিতে জয়ী দল পরের ম্যাচেই হোঁচট খায়। আজ জেসন কামিংসদের সামনে জামশেদপুর। মোহনবাগানের মতো তারাও শেষ তিনটি ম্যাচ জিতেছে। পয়েন্ট তালিকায় তারা চতুর্থ স্থানে। যদিও দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা গোয়া এবং বেঙ্গালুরুর সঙ্গেই ২৭ পয়েন্টে রয়েছে তারা। বরং জামশেদপুর একটি ম্যাচ কম খেলেছে। শীর্ষে থাকা মোহনবাগানের ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট। আজ জামশেদপুরে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং হটস্টার অ্যাপে।

অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড শুরু, খেলতে নামবেন আলকারাজ়, জোকোভিচ, সাবালেঙ্কা, সিয়নটেক

আজ শুরু অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচ। নামবেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ়, আলেকজান্ডার জ়েরেভ। সপ্তম বাছাই জোকোভিচকে খেলতে হবে ২৬ নম্বর বাছাই টমাস মাচাকের বিরুদ্ধে। তৃতীয় বাছাই আলকারাজ়ের সামনে অবাছাই নুনো বর্জেস। দ্বিতীয় বাছাই জ়েরেভ খেলবেন অবাছাই জেকব ফার্নলির সঙ্গে। মহিলাদের সিঙ্গলসে খেলবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা ও দ্বিতীয় বাছাই ইগা সিয়নটেক। সাবালেঙ্কার সামনে অবাছাই ক্লারা টাউসন। সিয়নটেক খেলবে এমা রাদুকানুর সঙ্গে। খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনের খেলা

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। দুই টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ মুলতানে। শান মাসুদ-বাবর আজ়মদের সঙ্গে ক্রেগ ব্রেথওয়েট-কেমার রোচেদের খেলা শুরু সকাল ১১টায়। খেলা দেখা যাবে ফ্যান কোড অ্যাপে।

লা লিগায় একটিই ম্যাচ, লড়াই এসপানিয়ল বনাম ভাল্লাদোলিদের

স্প্যানিশ লিগে আজ অবনমন বাঁচানোর লড়াই। মুখোমুখি ১৮ এবং ১৯ নম্বর দল। ১৮ নম্বরে থাকা এসপানিয়লের ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট। এক ধাপ নিচে থাকা ভাল্লাদোলিদের ১৯ ম্যাচে পয়েন্ট ১৫। আজ খেলা শুরু রাত ১:৩০ থেকে।

Advertisement
আরও পড়ুন