IPL 2025

এই বয়সে ক্রিকেট খেলতে যাওয়া উচিত হয়নি, হুইলচেয়ারে বসেই মজা করলেন দ্রাবিড়

দীর্ঘ দিন বাদে আইপিএলের কোচিং করাতে এসেছেন। আইপিএলের শুরু হওয়ার আগে ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পান রাহুল দ্রাবিড়। হুইলচেয়ারে বসেই কোচিং করাচ্ছেন। সেই অবস্থাতেও মজা করলেন ভারতের প্রাক্তন কোচ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৬:৫৪
cricket

হুইলচেয়ারে বসে রাহুল দ্রাবিড়। ছবি: পিটিআই।

দীর্ঘ দিন বাদে আইপিএলের কোচিং করাতে এসেছেন। কিন্তু রাজস্থান রয়্যালসের হয়ে কোচিংয়ের শুরুটা খুব একটা ভাল যায়নি রাহুল দ্রাবিড়ের। আইপিএলের শুরু হওয়ার আগে ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পান তিনি। হুইলচেয়ারে বসেই কোচিং করাচ্ছেন। সেই অবস্থাতেও মজা করলেন ভারতের প্রাক্তন কোচ। জানালেন, এই বয়সে ক্রিকেট খেলাই উচিত হয়নি তাঁর।

Advertisement

রাজস্থানের আইপিএল প্রস্তুতি শুরু হওয়ার পর থেকে ক্রাচে ভর দিয়ে অথবা হুইলচেয়ারে বসে হাজির হতে দেখা গিয়েছে দ্রাবিড়কে। এখনও ক্রাচের ভরসা ছাড়তে পারেননি তিনি। চেন্নাই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে বলেছেন, “ধীরে ধীরে সুস্থ হচ্ছি। সবাই আমার পাশে আছে। দুর্ভাগ্যবশত এই বয়সে ক্রিকেট খেলার ভাবনাটা ভাল ছিল না। তবে ঠিক আছে। এমনটা হতেই পারে।”

আইপিএলে রাজস্থানের শুরুটা ভাল হয়নি। প্রথম দু’টি ম্যাচেই হেরে গিয়েছে তারা। রবিবার খেলবে চেন্নাইয়ের বিপক্ষে। তবে এখনই চিন্তা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন দ্রাবিড়। তাঁর কথায়, “সবে প্রতিযোগিতা শুরু হল। অনেক ইতিবাচক দিক রয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে পাটা উইকেটে বাড়তি ২৫-৩০ রান দিয়ে ফেলেছিলাম। কেকেআরের বিরুদ্ধে আরও ২৫-৩০ রান করা উচিত ছিল। তবে পরিস্থিতি বদলে দেওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”

দ্রাবিড়ের সংযোজন, “এই দলটাকে নিয়ে আমি উত্তেজিত। দুটো ম্যাচ আমাদের পক্ষে যায়নি ঠিকই। তবে লম্বা প্রতিযোগিতায় এমন হওয়া স্বাভাবিক। কখনও-সখনও ধীরে শুরু করে শক্তিশালী হয়ে শেষ করা ভাল।”

Advertisement
আরও পড়ুন