Asia Cup 2023

কলম্বোয় বৃষ্টি, পিছিয়ে গেল টস, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল হওয়ার সম্ভাবনা কমছে

বৃহস্পতিবার কলম্বোয় মুখোমুখি পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে যে জিতবে, সেই পৌঁছে যাবে ফাইনালে। কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে গেল টস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৩৩
rain

কলম্বোর স্টেডিয়াম। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার কলম্বোয় মুখোমুখি পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে যে জিতবে, সেই দল পৌঁছে যাবে ফাইনালে। কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে গেল টস। খেলা ঠিক সময়ে শুরু হবে না বলেই মনে করা হচ্ছে। এই ম্যাচ যদি খেলা না হয়, তাহলে শ্রীলঙ্কা পৌঁছে যাবে ফাইনালে। ভারতের বিরুদ্ধে তারাই খেলবে।

Advertisement

এ বারের এশিয়া কাপে বৃষ্টি বার বার বাধা হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। ভারত বনাম নেপাল ম্যাচেও বৃষ্টি হয়েছিল। সুপার ফোরের পাঁচটি ম্যাচ কলম্বোয় হওয়ার কথা। এর মধ্যে তিনটি ম্যাচ হয়ে গিয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ রবিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে হয়নি। সোমবার সেই ম্যাচ শেষ করা হয়েছিল। সুপার ফোরে ওই একটি ম্যাচেই রিজার্ভ দিন রাখা হয়েছিল। বাকি কোনও ম্যাচে সেই ব্যবস্থা নেই। তাই বৃহস্পতিবার খেলা না হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে। তাতে সুবিধা হবে শ্রীলঙ্কার।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ভাল রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝের কিছুটা সময় বৃষ্টি হবে না। কিন্তু দুপুরে আবার বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বৃষ্টি কমতে পারে। কিন্তু কত তাড়াতাড়ি মাঠকর্মীরা আউটফিল্ড শুকিয়ে ফেলতে পারেন, তার উপর অনেক কিছুই নির্ভর করছে। বৃহস্পতিবার ৫৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। বাংলাদেশের পক্ষে ফাইনালে ওঠা সম্ভব নয়। তারা পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছে। ফলে কোনও পয়েন্ট পায়নি তারা। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে একটি দল ফাইনালে উঠবে।

Advertisement
আরও পড়ুন