এক দিনের ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। — ফাইল চিত্র।
বিশ্বকাপের আগে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। বিশিষ্ট ব্যক্তিদের ‘গোল্ডেন টিকিট’ দিয়ে ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছে তারা। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন এবং সচিন তেন্ডুলকরকে সেই টিকিট দেওয়া হয়েছে। কিন্তু নেপথ্যে থেকে দেশকে গর্বিত করার কাজ যাঁরা করে যাচ্ছেন, সেরকম আরও ৪ জনকে সেই টিকিট দেওয়ার দাবি তুলেছেন সুনীল গাওস্কর।
একটি কলামে গাওস্কর লিখেছেন, “আমি জানি না বোর্ডের তালিকায় আর কারা কারা রয়েছে। তবে আশা করা যায় ইসরোর অধিকর্তা, যাঁর অধীনে ভারত চাঁদে পা রেখেছে, তাঁকেও এই টিকিট দেওয়া হবে। ভারতের হয়ে যাঁরা খেলেছেন তাঁদের সবাইকে এই টিকিট দেওয়া সম্ভব হবে বলে মনে হয় না। কিন্তু যে রাজ্য সংস্থার মাঠে ম্যাচগুলো হবে তারা যদি সংশ্লিষ্ট রাজ্যের সেরা ক্রিকেটারদের মাঠে আমন্ত্রণ জানায় তা হলে খুবই ভাল হবে।”
তবে গোল্ডেন টিকিট দু’জনকে অবশ্যই দেওয়া দরকার বলে মনে করেন গাওস্কর। তিনি লিখেছেন, “গোল্ডেন টিকিট পাওয়ার যোগ্য হিসাবে সবার আগে রয়েছে দু’জন। কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের দুই বিশ্বজয়ী অধিনায়ক। এ ছাড়া অলিম্পিক্সে এবং বিশ্ব অ্যাথলেটিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াকেও দেওয়া উচিত।”
এই গোল্ডেন টিকিট যাঁরা পাচ্ছেন, তাঁরা সকলেই বোর্ডের আমন্ত্রিত অতিথি। অর্থাৎ মাঠে খেলা দেখতে এলে প্রত্যেকেই ভিআইপির মর্যাদা পাবেন। দেশের বিশিষ্ট ব্যক্তিদেরই এই টিকিট দেওয়া হচ্ছে।