ICC ODI World Cup 2023

বিশ্বকাপে ঘরের মাঠের কোনও সুবিধা পাবে না ভারত, কেন? কারণ জানালেন কোচ দ্রাবিড়

৫ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে এক দিনের বিশ্বকাপ। সেখানে ঘরের মাঠের সুবিধা পাবে না ভারত। এমনটাই মনে করছেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৪:৩৭
Rahul Dravid

রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র

এশিয়া কাপের পরেই দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবে ভারত। ২০১১ সালে শেষ বার দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল তারা। তা হলে এ বারও কি বিশ্বকাপ জেতার সব থেকে বড় দাবিদার রোহিত শর্মারা! নিজেদের এগিয়ে রাখতে নারাজ রাহুল দ্রাবিড়। ভারতীয় কোচের মতে, ঘরের মাঠের সুবিধা পাবেন না তাঁরা।

Advertisement

এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একটি সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ‘‘আগে উপমহাদেশের উইকেটে আমরা যে সুবিধা পেতাম সেটা আর এখন পাই না। কারণ, গত ১০ বছরে বিদেশি ক্রিকেটারেরা ভারতের মাটিতে অনেক বেশি ক্রিকেট খেলছে। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় দু’মাস ভারতে থাকছে তারা। ফলে এখানকার উইকেটের সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারছে। তাই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না।’’

তার পরেও নিজেদের প্রস্তুতিতে খুশি দ্রাবিড়। ভারতীয় কোচ বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপে ভাল খেলতে মুখিয়ে তারা। আশা করছি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারব। বিশ্বকাপে ভাল ফল করতে পারব।’’

প্রায় দু’বছর ধরে ভারতীয় দলের কোচ দ্রাবিড়। কিন্তু এই প্রথম বার তাঁর কোচিংয়ে সাদা বলের শিবির হয়েছে। এশিয়া কাপের আগে শিবির খুব প্রয়োজনীয় ছিল বলে মনে করেন দ্রাবিড়। দলের কোচ বলেন, ‘‘এর আগে লাল বলের ক্রিকেটে দু’বার শিবির হয়েছিল। এক বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিজ়ের আগে। আর এক বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে। কিন্তু আমার কোচিংয়ে সাদা বলের ক্রিকেটে এই প্রথম শিবির হল। ছ’দিনের এই শিবিরের খুব দরকার ছিল। ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ পেলাম। পরিকল্পনা করতে পারলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রেই ভাল করে প্রস্তুতি হল। আশা করছি এর ফল পাব।’’

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন দুই পেসার যশপ্রীত বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণ। শিবিরে পুরো দমে বল করেছেন তাঁরা। এ ছাড়া অনেক ঘরোয়া বোলারদেরও দেখা গিয়েছে। ভারতের বোলিং আক্রমণ নিয়ে খুশি দ্রাবিড়। তিনি বলেন, ‘‘বুমরা আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ বোলার। কিন্তু চোটের কারণে প্রায় দু’বছর ওকে পাইনি। তবে এখন ও ফিট। প্রসিদ্ধও পুরো সুস্থ। নেটে ভাল বল করেছে ওরা। বেশ কয়েক জন ঘরোয়া বোলারকে ডেকেছিলাম। ওদের বিরুদ্ধে ব্যাটারদের প্রস্তুতি ভাল হল। আবার ওদেরও ভবিষ্যতের জন্য কিছুটা তৈরি রাখা গেল।’’

৫ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে এক দিনের বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ১৪ অক্টোবর গ্রুপের ম্যাচে ভারতের মু‌খোমুখি পাকিস্তান। গুজরাতের আমদাবাদে হবে সেই খেলা।

Advertisement
আরও পড়ুন