Rohit Sharma

অবসরে ধাওয়ান, আইপিএল নিলামে ‘অধিনায়ক’ রোহিতের জন্য ঝাঁপাবে পঞ্জাব? পরিকল্পনা জানালেন বাঙ্গার

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধাওয়ান। আগামী আইপিএলে নতুন অধিনায়ক ঠিক করতে হবে পঞ্জাব কর্তৃপক্ষকে। রোহিতের জন্য ঝাঁপাতে পারেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৪ ১৬:৩৩
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আগামী আইপিএলের আগে হবে পূর্ণ নিলাম। ফ্র্যাঞ্চাইজ়িগুলি নতুন করে দল তৈরি করবে। নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ককে ধরে রাখা নিয়ে কিছু জানাননি মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। গত মরসুমে নেতৃত্ব হারানোর পর রোহিত অবশ্য দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে সর্বশক্তি দিয়ে তাঁর জন্য ঝাঁপাতে পারেন পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। কারণ, তাঁদের গত মরসুমের অধিনায়ক শিখর ধাওয়ান অবসর নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজ়ির পরিকল্পনা জানিয়েছেন পঞ্জাবের ‘হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট’ সঞ্জয় বাঙ্গার।

Advertisement

রোহিতকে দলে পেতে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজ়ি আগ্রহী। গত মরসুমে মুম্বই কর্তৃপক্ষের সঙ্গে রোহিতের সম্পর্ক জটিল হওয়ার পর থেকে ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষেরা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। ব্যতিক্রম নয় পঞ্জাবও। ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করায় নতুন অধিনায়ক খুঁজছেন পঞ্জাব কর্তৃপক্ষ। স্বভাবতই রোহিতকে নিয়ে তাঁদের আগ্রহ রয়েছে। রোহিতের জন্য আপনারা কি ঝাঁপাবেন? যদিও বাঙ্গার বলেছেন, ‘‘রোহিতের নাম নিলামের তালিকায় থাকলে আমরা ঝাঁপাবই, এটা এখন নিশ্চিত করা বলা যায় না। মনে হয়, নিলামে ওর বেশ বড় দাম উঠবে। তাই মোটা টাকা প্রয়োজন। আমাদের হাতে কত টাকা থাকবে সেটা গুরুত্বপূর্ণ। কারণ, প্রায় নতুন দল তৈরি করতে হবে।’’

রোহিতকে নিয়ে আগ্রহ অবশ্য অস্বীকার করেননি বাঙ্গার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘আমাদের পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে। রোহিতের নাম নিলামের তালিকায় থাকবে কিনা, জানতে হবে। ডেকান চার্জার্সে রোহিত আমার সতীর্থ ছিল। তার পর থেকে টানা মুম্বইয়ের হয়ে খেলেছে। তা ছাড়া, সাধারণ ভাবেও রোহিত মুম্বইয়ের ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্সের সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করবে।’’

বাঙ্গার আরও বলেছেন, ‘‘দল গঠন অনেক কিছুর উপর নির্ভর করে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কত জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেবে সেটা গুরুত্বপূর্ণ। এটা পরিষ্কার হওয়ার পর ফ্র্যাঞ্চাইজ়িগুলি পরিকল্পনা করতে পারবে। সিদ্ধান্ত নিতে পারবে কোন ক্রিকেটারদের রাখবে বা ছেড়ে দেবে। বোঝা যাবে কোন ক্রিকেটারকে নিলামে পাওয়া যাচ্ছে। সেই সময় দলের প্রয়োজন মতো পরিকল্পনা করতে হবে।’’

বাঙ্গার মেনে নিয়েছেন, রোহিত যে কোনও দলের কাছেই সম্পদ। তাঁকে নিয়ে আগ্রহ থাকা স্বাভাবিক, পঞ্জাব কর্তৃপক্ষও ব্যতিক্রম নয়। একই সঙ্গে তিনি মনে করেন, চাইলেই রোহিতের মতো ক্রিকেটারকে দলে পাওয়া যায় না। লড়াই কঠিন। থাকবে আর্থিক সীমাবদ্ধতাও।

আরও পড়ুন
Advertisement