Pakistan Super League

নতুন সমস্যায় পাকিস্তানের ক্রিকেট, নেপথ্যে আইপিএল, পাক বোর্ডের উপর ক্ষুব্ধ দলমালিকেরা

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এ বার পাকিস্তান সুপার লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। তা পড়েছে আইপিএলের সময়েই। তাতেই ক্ষুব্ধ পিএসএলের দলমালিকেরা। কী বলছেন তাঁরা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১২:১৪
cricket

পাকিস্তান সুপার লিগের ট্রফি। — ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলতে না যাওয়া নিয়ে এমনিতেই চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বার নতুন সমস্যায় পড়ল তারা। এ ক্ষেত্রেও জড়িয়েছে ভারতের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এ বার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে দেওয়া হয়েছে। তা পড়েছে আইপিএলের সময়েই। তাতেই ক্ষুব্ধ পিএসএলের দলমালিকেরা।

Advertisement

সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পিএসএল হয়। আর মার্চের শেষ থেকে মে পর্যন্ত চলে আইপিএল। পিএসএল খেলে অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএলে খেলতে আসেন। তবে দু’টি লিগ একই সময়ে চললে অর্থ এবং নজরে আসার জন্য বেশির ভাগই আইপিএলকে বেছে নেবে। ফলে পিএসএল নিয়ে উৎসাহ আরও কমবে। তাতেই খুশি নন দলমালিকেরা।

জানা গিয়েছে, পিএসএল ডিরেক্টর সলমন নাসির পাক বোর্ডকে চিঠি লিখে অবিলম্বে একটি বৈঠক আহ্বান করেছেন। নিজেদের দাবিদাওয়া সেখানেই বলতে চান তাঁরা। সংবাদ সংস্থাকে এক সূত্র বলেছেন, “যদি পিএসএল এবং আইপিএল একই সময়ে হয় তা হলে কোন বিদেশিরা পিএসএলে নিশ্চিত ভাবে খেলবেন সেটা জানতে চাওয়া হয়েছে দলগুলির তরফে।”

তিনি আরও বলেছেন, “বোর্ডের কোনও ব্যাখ্যা নেই বলে ক্ষিপ্ত দলমালিকেরা। ইংল্যান্ড বোর্ডের মতো বেশ কিছু বোর্ড জানিয়েছেন, অন্য দেশের লিগে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে তারা। তাই খসড়া তালিকা তৈরি করার আগে বোর্ডের সঙ্গে বৈঠক চান দলমালিকেরা।”

আরও পড়ুন
Advertisement