প্রাক্তন ব্রাজ়িলিয়ান তারকা ফুটবলার হাল্ক দ্বিতীয় বারের জন্য আনুষ্ঠানিক ভাবে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী তাঁরই প্রাক্তন স্ত্রীর ভাইঝি। সমুদ্রকে সাক্ষী রেখে এক ধর্মীয় অনুষ্ঠানে চার হাত এক হতে চলেছে পাত্র-পাত্রীর।
ব্রাজ়িলের পারাইবার সমুদ্রের ধারে জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন প্রাক্তন এই তারকা।
সম্প্রতি নানা সংবাদমাধ্যমে ফের চর্চায় এসেছে এই তারকার বিবাহ। ব্রাজ়িলীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, আটলেটিকো মিনেরোর এই ফুটবলার ডিসেম্বরে ক্যামিলা অ্যাঞ্জেলোকে বিয়ে করতে চলেছেন। যদিও চার বছর আগেই ক্যামিলাকে সামাজিক ভাবে বিয়ে করেন হাল্ক।
২০২০ সালে তিনি সামাজিক ভাবে বিয়ে করেন ক্যামিলাকে। তাঁদের দুই সন্তানও রয়েছে। শোনা যায় হাল্কের প্রথম স্ত্রী ইরানের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র পাঁচ মাসের মধ্যেই ইরানের ভাইঝি ক্যামিলার সঙ্গে সম্পর্কে জড়়ান হাল্ক।
২০০৭ সালে ইরানকে বিয়ে করেন হাল্ক। প্রায় ১২ বছর ধরে একসঙ্গে থাকার পর ২০১৯ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ফুটবল তারকার। তাঁদের তিন সন্তান রয়েছে। দুই পুত্র ও এক কন্যা।
১২ বছরের সংসার ভেঙে স্ত্রীর ভাইঝির সঙ্গে সম্পর্কে তৈরি করায় সেই সময় বিস্তর চর্চা হয় সংবাদমাধ্যমে। হাল্ক, যার আসল নাম জিভানিল্ডো ভিয়েরা ডি’সুজ়া তিনি এই সম্পর্কের কথা স্বীকার করে জানান, তিনি ও ক্যামিলা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।
ফুটবল তারকার এক জন মুখপাত্র সেই সময়ে একটি বিবৃতিতে বলেছিলেন, হাল্ক তাঁর বাবা-মা এবং ক্যামিলার ভাইকে ফোন করেছিলেন এবং তাঁদের সম্পর্কের কথা বলেছিলেন। এই তথ্য হাল্ক নিজেই প্রকাশ করেছিলেন বলেও দাবি করেন ওই মুখপাত্র।
২০২১ সালে জ়ায়া নামের এক কন্যাসন্তানের জন্ম দেন ক্যামিলা। নবজাতক ও স্ত্রীর ছবি সে সময় সংবাদমাধ্যমে পোস্ট করে এই ফুটবলার জানিয়েছিলেন, কন্যাসন্তান তাঁদের জীবনে আলো হয়ে এসেছেন। তাঁর জন্য ঈশ্বরকে ধন্যবাদও দেন তিনি।
কন্যার পিতা হয়ে তিনি আবেগঘন এক পোস্টে লেখেন, ‘‘জ়ায়া মানে আলোকিত ফুল, যা ফুটেছে এবং সে আমাদের জীবনকে আরও আলোকিত করতে এসেছে। এসো আমাদের সংসারে প্রস্ফুটিত হোক ভালবাসা। আমরা তোমার আগমনের স্বপ্ন দেখছিলাম অনেক দিন ধরে।’’
গত বছর এই দম্পতি ঘোষণা করেছিল যে তাঁরা পরিবারে দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় আছেন। সেই স্বপ্নই পূরণ হতে চলেছে হাল্ক ও ক্যামিলার। দ্বিতীয় সন্তানের আসার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেন ৩৮ বছর বয়সি ফুটবল তারকা।
২০০৯ সালে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয়েছিল হাল্কের। হাল্ক ব্রাজ়িলের হয়ে ৪৯টি ম্যাচে অংশ নিয়ে ১১টি গোল করেছিলেন। ২০১৩ সালে কনফেডারেশন কাপজয়ী দলের অংশ ছিলেন তিনি।
রাশিয়ান ফুটবল দল জেনিট সেন্ট পিটার্সবার্গে যোগ দিয়ে হাল্ক গোটা লিগে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হিসাবে পরিচিত হন। ক্যামিলাকে সেপ্টেম্বরে বিয়ে করার সময় হাল্ক চিনের ফুটবল ক্লাব সাইড সাংহাই এসআইপিজির হয়ে খেলছিলেন।
২০২১ সালের জানুয়ারি মাসে তিনি ব্রাজ়িলের আটলেটিকো মিনেরোয় যোগদান করেন। দলের হয়ে ১৭৩টি ম্যাচে মোট ৯৫টি গোল করেছেন তিনি।
সব ছবি : সংগৃহীত।