Asia Cup 2023

এশিয়া কাপের ফাইনালে ফিরবেন বিরাট, ভারতীয় দলে আবার একাধিক বদল, শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে কারা?

এশিয়া কাপের ফাইনালে বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের দলে ফেরানো হবে তা বলাই যায়। আর কোন কোন জায়গায় দলে পরিবর্তন দেখা যেতে পারে? এক নজরে ভারতের প্রথম একাদশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১০
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটি বদল করেছিল ভারত। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের দলে ফেরানো হবে তা বলাই যায়। আর কোন কোন জায়গায় দলে পরিবর্তন দেখা যেতে পারে? এক নজরে ভারতের প্রথম একাদশ।

Advertisement

শুভমন গিল

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছেন শুভমন। তরুণ ওপেনার রানে ফিরেছেন। এখনও পর্যন্ত এশিয়া কাপে পাঁচ ম্যাচে ২৭৫ রান করা শুভমনের গড় ৬৮.৭৫। বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বড় রান করে দলকে ভরসা দিয়েছেন। এ বার ফাইনালেও রান করতে চাইবেন শুভমন।

রোহিত শর্মা

বাংলাদেশের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে যান। পাঁচ ম্যাচে ১৯৪ রান করেছেন রোহিত। গড় ৪৮.৫০। ভারত অধিনায়ক ফাইনালে বড় রান করতে চাইবেন। ভারতকে এশিয়া কাপ জেতানোর অভিজ্ঞতা তাঁর আছে। দ্বিতীয় বার এই ট্রফি জয়ই তাঁর লক্ষ্য হবে রবিবার।

বিরাট কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফাইনালে অবশ্যই ফিরবেন তিনি। এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান করে ফেলা বিরাট বিশ্বকাপের আগে দলকে একটি ট্রফি জেতাতে চাইবেন। দলের অভিজ্ঞ ব্যাটার এ বারের এশিয়া কাপে চার ম্যাচে ১২৯ রান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে শতরানও করেছেন। তাঁর গড় ৬৪.৫০।

লোকেশ রাহুল

চোট সারিয়ে ফিরেই শতরান করেছেন। সেটাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলতে না পারলেও ফাইনালে দায়িত্ব নিতে হবে তাঁকে। ভারতের মিডল অর্ডারের বড় ভরসা এখন রাহুল। বিশ্বকাপের আগে আরও এক বার তাঁর ব্যাটে বড় ইনিংস দেখতে চাইবে দল।

ঈশান কিশন

এ বারের এশিয়া কাপে মিডল অর্ডারেই নামতে হয়েছে ঈশানকে। সেখানে নিজেকে প্রমাণও করেছেন তিনি। তিনটি ইনিংস খেলার সুযোগ পেয়ে একটিতে অর্ধশতরান করেন। ১২০ রান করেছেন ঈশান।

হার্দিক পাণ্ড্য

দলের সহ-অধিনায়ক হার্দিক। আগামী দিনে নেতৃত্বও দিতে পারেন। ব্যাটে, বলে দলের বড় ভরসা। মিডল অর্ডারে যেমন রান করতে পারেন, তেমনই বল হাতে জুটি ভাঙতেও তাঁর জুড়ি মেলা ভার। ফাইনালেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল।

রবীন্দ্র জাডেজা

শ্রীলঙ্কার মাটিতে স্পিনারেরা সাহায্য পাচ্ছেন। কিন্তু আগের ম্যাচে দুই স্পিনার নিয়ে খেলেছিল ভারত। রবিবারও সেটাই দেখা যেতে পারে। দলে থাকতে পারেন জাডেজা। এখনও অবধি ছ’টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাটে, বলে দলের অন্যতম সম্পদ জাডেজা। তাঁকে ফাইনালেও খেলানো হতে পারে।

শার্দূল ঠাকুর

চোট রয়েছে অক্ষর পটেলের। তিনি ফাইনালে খেলতে পারবেন না। শনিবার রাতেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর পরিবর্ত হিসাবে সে দিনই কলম্বোয় নিয়ে যাওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। যদিও অক্ষরের জায়গায় খেলার সম্ভাবনা বেশি শার্দূল ঠাকুরেরই।

যশপ্রীত বুমরা

ফাইনালে দলে ফিরতে পারেন বুমরা। ভারতীয় পেসার চোট সারিয়ে ফিরে নিজের সেরাটাই দিচ্ছেন। ফাইনালেও তাঁর থেকে দুর্দান্ত বোলিং দেখার অপেক্ষায় ভারত। এখনও পর্যন্ত তিন ম্যাচে তিন উইকেট নিয়েছেন। যদিও বল করেছেন দু’টি ইনিংসে।

মহম্মদ সিরাজ

বুমরার সঙ্গে দলের পেস আক্রমণের দায়িত্ব থাকবে সিরাজের উপর। এশিয়া কাপে চার ম্যাচে চার উইকেট নিয়েছেন এই পেসার। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারেন তিনি। বুমরা-সিরাজের জুটিতে শ্রীলঙ্কাকে পরাস্ত করতে চাইবে ভারত।

কুলদীপ যাদব

এ বারের এশিয়া কাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার লড়াইয়ে রয়েছেন ভারতের বাঁহাতি স্পিনার। নিয়েছেন ৯ উইকেট। দলের প্রধান স্পিনার তিনিই। শ্রীলঙ্কার বিরুদ্ধেও কলম্বোতে স্পিনারেরা সাহায্য পেতে পারেন। তাই কুলদীপকে রেখেই দল গড়তে পারে ভারত।

আরও পড়ুন
Advertisement