Asia Cup 2023

পাকিস্তানের পর এ বার ভারত? টানা দু’বার এশিয়া কাপের স্বপ্নে বিভোর শ্রীলঙ্কা

গত বার এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এ বারও ফাইনালে তারা। সামনে ভারত। ট্রফি কি দাসুন শনাকার হাতেই উঠবে? শ্রীলঙ্কা স্বপ্নে বিভোর। অধিনায়ক জানালেন, তাঁরা তৈরি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৪
cricket

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: পিটিআই।

গত বার এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা। এ বারও ফাইনালে উঠেছে তারা। পাকিস্তানের বদলে এ বার সামনে ভারত। ট্রফি কি দাসুন শনাকার হাতেই উঠবে? না কি এশিয়া কাপ জয়ের নিরিখে নিজেদের ব্যবধান আরও বাড়িয়ে নেবে ভারত? ম্যাচের আগের দিন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা জানালেন, তাঁরা সেরাটা দিতে তৈরি। বিশ্বকাপের আগে যে শ্রীলঙ্কা সঠিক সময়ে ফর্মে চলে এসেছে এটাও বলে দিলেন।

Advertisement

ভারতের বিরুদ্ধে নামার আগে শনাকা বলেছেন, “বিশ্বকাপের আগে ঠিক সময়ে আমরা ফর্মের তুঙ্গে রয়েছি। ছেলেরা দেশের হয়ে সেরাটা দেওয়ার জন্যে তৈরি। আমরা আন্ডারডগের তকমা নিয়ে খেলতে নেমেছিলাম। প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলেছে। পর পর দু’বার ফাইনালে ওঠা মুখের কথা নয়। সমর্থকদের থেকে অনেক বার্তা পেয়েছি। ওরা বলছে, তুমি কি এ বার হার্ট অ্যাটাক করিয়ে দেবে আমাদের?”

কলম্বোর পিচ থেকেই ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঠিক করবেন বলে জানিয়েছেন শনাকা। তাঁর কথায়, “আমরা পুরোপুরি তৈরি। ম্যাচের প্রথম একাদশ তৈরি হবে পিচ দেখে। গোটা প্রতিযোগিতাতেই পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরাও আগের ম্যাচগুলোতে সে ভাবেই দল নির্বাচন করেছি। ভারতের বিরুদ্ধে বোলিং করতে গেলে শুরুতে উইকেট নিতে হবে। তাতে খেলাটা আমাদের জন্যে সুবিধা হবে।”

Advertisement
আরও পড়ুন