(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।
বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার, ৬ ডিসেম্বর। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে খেলেননি রোহিত শর্মা এবং শুভমন গিল। তাঁরা দু’জনেই দ্বিতীয় টেস্ট খেলবেন। এই ম্যাচ থেকে আবার অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিতকে। স্বাভাবিক ভাবেই পার্থে যে প্রথম একাদশ নিয়ে ভারত খেলেছিল, তাতে পরিবর্তন হবে। অ্যাডিলেডে ভারতীয় দলের দু’দিন অনুশীলন দেখে কিছুটা আভাস পাওয়া গিয়েছে, কোন ১১জন খেলবেন গোলাপি বলের টেস্ট।
মঙ্গলবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ব্যক্তিগত প্রয়োজন সেরে গম্ভীর অস্ট্রেলিয়ায় যাওয়ার পর অ্যাডিলেড টেস্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু হয়েছে রোহিতদের। সম্ভাব্য ব্যাটিং অর্ডার অনুযায়ী তিনি নেটে পাঠাচ্ছেন ক্রিকেটারদের। দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।
টপ অর্ডার
পার্থে সফল ওপেনিং জুটি সম্ভবত অ্যাডিলেডে ভাঙবে না ভারত। যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলই শুরু করবেন ভারতের ইনিংস। দলের স্বার্থে ব্যাটিং অর্ডারের নীচে নেমে যাবেন অধিনায়ক রোহিত। তিন নম্বরে নামবেন শুভমন। চোটের জন্য প্রথম টেস্ট খেলতে পারেননি। চোট সারিয়ে নিয়মিত অনুশীলন করছেন শুভমন। তাঁকে নিজের চেনা জায়গাতেই দেখা যাবে। শুভমন প্রথম একাদশে আসবেন প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাট করা দেবদত্ত পাড়িক্কলের জায়গায়।
মিডল অর্ডার
ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। নিজের জায়গায় খেলবেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে রোহিতকে। রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে দলের মিডল অর্ডারকে শক্তিশালী করবেন অধিনায়ক। তাঁর পর ছ’নম্বরে ব্যাট করতে আসবেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। রোহিত দলে আসায় পার্থ টেস্টের মতো পাঁচ নম্বরে খেলা হবে না পন্থের। তিনি ছ’নম্বরে থাকবেন। প্রথম টেস্টে ব্যাটিং অর্ডারের এই জায়গায় খেলেছিলেন ধ্রুব জুরেল।
লোয়ার মিডল অর্ডার
ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে দেখা যেতে পারে দুই অলরাউন্ডারকে। খেলার সম্ভাবনা বেশি নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের। এই ম্যাচেও সম্ভবত সাজঘরেই থাকতে হবে রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে। পন্থের পর ব্যাট করতে আসবেন নীতীশ এবং আট নম্বরে নামবেন ওয়াশিংটন।
জোরে বোলার
ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা জোরে বোলারদের। এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা কম। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। পার্থে অভিষেক টেস্টে ভাল বল করেছেন হর্ষিত রানা। কোচ গম্ভীরের আস্থা রয়েছে তাঁর উপর। হর্ষিত ব্যাট করবেন ন’নম্বরে। তাঁর পর নামবেন বুমরা। আর ব্যাটিং অর্ডারের শেষ জায়গাটি সিরাজের।
ম্যাচের আগের দিন অ্যাডিলেডের ২২ গজ দেখে ওপেনিং জুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গম্ভীর। সে ক্ষেত্রে রোহিত এবং রাহুলের ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে। রোহিত আসবেন শুরুতে। রাহুল নামবেন পাঁচ নম্বরে। যদিও আপাত ভাবে সেই সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।
অ্যাডিলেডে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।