Pakistan Cricket

Pakistan vs Sri Lanka 2022: শ্রীলঙ্কায় পৌঁছেই বিপত্তি, করোনা হানা দিল বাবর আজমদের শিবিরে

বুধবার শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান। সেখানে পৌঁছেই দলের এক জন করোনা আক্রান্ত। ক্রিকেটাররা সুস্থ আছেন বলেই জানিয়েছে বোর্ড।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ২১:৫১

—ফাইল চিত্র

পাকিস্তান দলে করোনা। শ্রীলঙ্কায় পৌঁছেই নিভৃতবাসে বাবর আজমদের ম্যাসিয়োর (যিনি মালিশ করেন) মালাং আলি। দু’টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

পাঁচ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন মালাং। দলের বাকিরা সুস্থ আছেন বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বুধবার ১৮ জন ক্রিকেটার এবং ১৩ জনের সাপোর্ট স্টাফ নিয়ে কলম্বো পৌঁছেছে পাকিস্তান। ২০১৫ সালের পর প্রথম বার শ্রীলঙ্কায় গেল তারা। ১৬ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। গলে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট কলম্বোতে। ২৪ জুলাই থেকে শুরু হবে সেই টেস্ট।

Advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন:

শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সিরিজের শেষ ম্যাচ সেটি। শ্রীলঙ্কা দলেও একাধিক ক্রিকেটারের করোনা। কিছু দিন আগে অ্যাঞ্জেলো ম্যাথুজের করোনা হয়েছিল। তিনি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় টেস্টে খেলতেও পারেন বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন