Los Angeles Fire

বাতাসে পোড়া গন্ধ, বন্ধ স্কুল-কলেজ

পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট ও আর্চার— এই ছ’টি আগুন এখনও ভয়াবহ ভাবে জ্বলছে। এর মধ্যে আর্চার নামের দাবানলটি নতুন। শুক্রবার সকাল থেকে সেটি শুরু হয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৮:৫০
পাঁচ দিন ধরে দাবানলের আগুনে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া।

পাঁচ দিন ধরে দাবানলের আগুনে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। —ফাইল চিত্র।

টানা পাঁচ দিন ধরে দাবানলের আগুনে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলেস সংলগ্ন এলাকা। এখানের দমকল দফতরের শীর্ষ আধিকারিক ক্রিস্টিন ক্রাউলে জানিয়েছেন, ইতিমধ্যে বেশ কয়েকটি আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও কয়েকটি আয়ত্তের বাইরে। পালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট ও আর্চার— এই ছ’টি আগুন এখনও ভয়াবহ ভাবে জ্বলছে। এর মধ্যে আর্চার নামের দাবানলটি নতুন। শুক্রবার সকাল থেকে সেটি শুরু হয়েছে।

Advertisement

ক্রাউলে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ও তাঁদের সম্পত্তি বাঁচাতে দমকল বাহিনী নিরন্তর চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে আগুন নিভলেও আপাতত খালি বাড়িতে ফিরে না যেতে অনুরোধ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ। তিনি জানিয়েছেন, এখনও সব এলাকা বাসযোগ্য নয়। বহু জায়গা এখনও বিদ্যুৎ-বিচ্ছিন্ন। জ্বালানি গ্যাসের লাইন খোলা। পুড়ে যাওয়া পরিকাঠামো বিপজ্জনক ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। জনমানবশূন্য এলাকাগুলিতে লুটপাট এড়াতে ঘন ঘন টহল দিচ্ছে পুলিশ বাহিনী।

দাবানলের পাশাপাশি ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগও উঠছে। ওয়েস্ট ভ্যালি এলাকায় এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কেনেথ নামের আগুনে ইচ্ছাকৃত ভাবে ‘ধোঁয়া’ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত পাঁচ দিনের অগ্নিকাণ্ডে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। দূষণ মাত্রা ছাড়িয়েছে। খারাপ বাতাসের জন্য স্কুল-কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর আগামী সপ্তাহের জন্যেও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এই এলাকায় আর্দ্রতা কম থাকবে। শুষ্ক ও উষ্ণ হাওয়া বইবে। বাতাসের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।


Advertisement
আরও পড়ুন