Man Beaten in Rajasthan

জামিনে জেল থেকে ছাড়া পেতেই আবার বাইক চুরির অভিযোগ, যুবককে গাছে উল্টো ঝুলিয়ে মার রাজস্থানে

বারমেরের পুলিশ সুপার নরেন্দ্র সিংহ মীনা জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর মেলা থেকে একটি বাইক চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শ্রবণ। জামিনে মুক্তি পেয়ে গ্রামে ফিরেছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৯:১৬
বাইক চুরির অভিযোগে মার যুবককে। প্রতীকী ছবি।

বাইক চুরির অভিযোগে মার যুবককে। প্রতীকী ছবি।

দিন দুয়েক আগেই জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন এক যুবক। কিন্তু সেই যুবকের বিরুদ্ধেই আবার বাইক চুরির অভিযোগ উঠল। আর তার জেরে যুবককে ধরে গাছে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠল রাজস্থানে। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমেরে।

Advertisement

ঘটনাস্থল গুঢ়হা মালানি এলাকার ভাকরপুরা গ্রাম। অভিযুক্তের নামে শ্রবণ কুমার। দলিত সম্প্রদায়ের। চুরির একটি মামলা গ্রেফতার হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ছাড়া পেয়েছিলেন তিনি। জেল থেকে বার হতেই শ্রবণের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ ওঠে।

বারমেরের পুলিশ সুপার নরেন্দ্র সিংহ মীনা জানিয়েছেন, গত ২৯ ডিসেম্বর মেলা থেকে একটি বাইক চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শ্রবণ। জামিনে মুক্তি পেয়ে গ্রামে ফিরেছিলেন। ঘটনাচক্রে, গ্রামে শ্রবণ পা রাখার পরই একটি বাইক চুরি হয়। সব সন্দেহ গিয়ে পড়ে তাঁর উপর। অভিযোগ, তার পরই গ্রামবাসীরা শ্রবণকে তুলে আনেন। তার পর একটি গাছে তাঁকে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়। যদিও শ্রবণের দাবি, তিনি চুরি করেননি। ঘটনার খবর পেয়েই শ্রবণকে উদ্ধারের জন্য যায় পুলিশ। তাঁকে উদ্ধার করা হয়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে শ্রবণকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, হামলাকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Advertisement
আরও পড়ুন