বাবর আজ়ম। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজ়মদের ফিটনেস ট্রেনিং হয়েছে অ্যাবোটাবাদের সেনা প্রশিক্ষণ স্কুলে। জওয়ানদের মতো ট্রেনিং করতে হয়েছে পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের। একাধিক ক্রিকেটার এমন কঠোর পরিশ্রমে খুশি নন। সেনা আধিকারিকদের কড়া নজরের সুবাদে ফাঁকি দেওয়ার সুযোগও ছিল না। তার মধ্যেই মজার উপাদান খুঁজে নিয়েছেন পাক ক্রিকেটারেরা।
বাবরদের সঙ্গে সেনা স্কুলে ছিলেন আজ়ম খান। তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মঈন খানের ছেলে। ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি আজ়ম পরিচিত তাঁর ভারী শরীরের জন্যও। এক জায়গা থেকে এক জায়গায় পাথর বয়ে নিয়ে যাওয়া, নানা বাধা অতিক্রম করে দৌড়নো, উঁচু প্রাচীর টপকানোর মতো অনুশীলন করানো হয়েছএ পাক ক্রিকেটারদের। ফিটনেস ট্রেনিংয়ের একটি অংশ ছিল দ্রুত পাহাড়ে ওঠা। সবার শেষে পাহাড়ে উঠতে সক্ষম হন আজ়ম। তাঁকে দুই জওয়ানের সাহায্য নিতে হয়। তিনি পাহাড়ে ওঠার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন পাক ক্রিকেটারেরা। বিশেষ করে ইফতিকার আহমেদ এবং সাইম আয়ুবের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
২৬ বছরের ক্রিকেটারের ওজন ১১০ কিলোগ্রাম। অনেকে মনে করেছিলেন ভারী শরীর নিয়ে হেঁটে পাহাড়ের মাথায় উঠতে পারবেন না আজ়ম। সতীর্থদের কিছুটা অবাক করে পাহাড়ের মাথায় পৌঁছে যান আজ়ম।