বাবর আজ়ম। —ফাইল চিত্র
বিশ্বকাপের মধ্যেই নাকি পাকিস্তানের দল বদলে যাবে। এমনটাই বলছেন বাবর আজ়মদের দলের ব্যাটার ইমাম উল হক। তাঁর দাবি, আফগানিস্তান ম্যাচ থেকেই নতুন পাকিস্তান দলকে সবাই দেখতে পাবেন।
সোমবার চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ইমাম বলেন, ‘‘আমরা ৪টে ম্যাচ খেলে ২টো জিতেছি, ২টো হেরেছি। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। শেষ ২টো ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি। পরের ম্যাচ থেকে সেটা হবে না।’’
ইমামের দাবি, সোমবার থেকে একটি নতুন দল মাঠে নামবে। তিনি বলেন, ‘‘আমাদের ভাল খেলতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হবে। দলের সবাই মিলে বসে আলোচনা করেছি। এ বার সেটা মাঠে করে দেখাতে চাই। আফগানিস্তান ম্যাচ থেকে বদলে যাবে পাকিস্তানের খেলা। একটা নতুন দল সবাই দেখতে পাবে।’’
আফগানিস্তানের প্রধান শক্তি তাদের স্পিন বোলিং। রশিদ খান, মহম্মদ নবি ও মুজিব উর রহমানের বিরুদ্ধে কী রকম পরিকল্পনা করেছে পাকিস্তান, তারও জবাব দিয়েছেন ইমাম। দলের ওপেনার বলেন, ‘‘আমরা সব রকম পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। সব রকম পিচে ভাল খেলতে হবে। এখন আর আলাদা করে অনুশীলনের কিছু নেই। নিজেদের শক্তি অনুযায়ী খেলব।’’