বাবর আজ়ম। —ফাইল চিত্র।
অনুরাগীদের সঙ্গে কথা বলছেন বাবর আজ়ম, শাহিন শাহ আফ্রিদিরা। এই বিষয়টি ভাল ভাবে দেখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর, শাহিনদের ‘ডানা’ ছাঁটার ব্যবস্থা করছে তারা। দলের ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের সেই নিয়ম মেনে চলতে হবে।
সম্প্রতি নিজেদের এক্স হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব করেন বাবর ও শাহিন। বাবরের প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন প্রায় ২০,০০০ অনুরাগী। শাহিনের প্রশ্নোত্তর পর্বে ছিলেন প্রায় ৪,০০০ অনুরাগী। সেখানে অনেক প্রশ্নের জবাব দেন তাঁরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বাবর, শাহিনের এজেন্টরা এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন। এই পদক্ষেপ বোর্ড ভাল ভাবে নেয়নি। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের কিছু নিয়ম মেনে চলতে হয়। অনেকেই সেটা ভুলে যাচ্ছে। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও কিছু নিয়ম আনতে চলেছে।”
ক্রিকেটারেরা যাতে অহেতুক বিতর্কে না জড়ান তার জন্যই এই পদক্ষেপের ভাবনা বলে জানিয়েছেন সেই আধিকারিক। তিনি বলেন, “এ ভাবে সমাজমাধ্যমে কথা বললে অনেক সময় বিতর্ক বাড়ে। ক্রিকেটারেরা বুঝতে পারে না ওদের কোন কথায় বিতর্ক হবে। সেই কারণে ক্রিকেটারদের সংযত থাকতে হবে। ওরা না বুঝলে বোর্ডকেই কড়া পদক্ষেপ নিতে হবে।”