U19 World Cup

ছোটদের বিশ্বকাপ ফাইনালে হার ভারতের, ফাইনালে কোন পথে জিতল অস্ট্রেলিয়া

পাঁচ বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গত বারের চ্যাম্পিয়নও। অস্ট্রেলিয়া খেতাব জিতেছে তিন বার। এ বার ছোটদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি সফলতম দু’দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০২
ভারতীয় ক্রিকেটারদের উল্লাস।

ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০২ key status

হার ভারতের

৭৯ রানে হারল ভারত। বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ key status

ভারতের অর্ধেক দল সাজঘরে

৯০ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। খেই হারিয়েছে ভারতীয় ব্যাটিং। ক্রমশ হারের দিকে এগোচ্ছে তারা। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৫ key status

আউট সচিন ধাস

ভারত চতুর্থ উইকেট হারাল। আউট হয়ে গেলেন সচিন। ৯ রান করেছেন তিনি। আরও চাপে পড়ল ভারত। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৪ key status

আউট অধিনায়ক

৮ রান করে মাহলি বিয়ার্ডম্যানের বলে আউট উদয় সাহারান। বড় ধাক্কা খেল ভারত। ৫৫ রানে তৃতীয় উইকেট পড়ল তাদের।  

Advertisement
timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০০ key status

১৫ ওভারে ভারতের রান ২ উইকেটে ৫২

ইনিংস গড়ার চেষ্টা করছেন আদর্শ সিংহ ও উদয় সাহারান। আদর্শ ১৭ ও উদয় ৬ রান করে খেলছেন। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৯ key status

আউট মুশির খান

২২ রান করে আউট মুশির। বিয়ার্ডম্য়ানের বলে বোল্ড হলেন তিনি। ৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৫ key status

১০ ওভারে রান ১ উইকেটে ২৮

চাপে ভারত। মুশির ১৩ ও আদর্শ ১০ রান করে ব্য়াট করছেন। বড় শট খেলতে পারছেন না তাঁরা।

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০১ key status

৫ ওভারে ভারতের রান ১ উইকেটে ১০

আদর্শ সিংহ ৫ ও মুশির খান ১ রানে ব্য়াট করছেন। ইনিংস গড়ার চেষ্টা করছেন ভারতের দুই ব্যাটার।  

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫১ key status

শুরুতেই উইকেট পড়ল ভারতের

৩ রান করে কলাম ভিডলারের বলে আউট হয়ে গেলেন আর্শিন কুলকর্ণি। ভারতের প্রথম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৯ key status

ভারতের সামনে লক্ষ্য ২৫৪ রান

২৫৩ রানে শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৬ রানে অপরাজিত থাকলেন অলিভের পিক। বিশ্বকাপ জিততে হলে রেকর্ড রান তাড়া করতে হবে ভারতকে।

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৬ key status

লিম্বানীর তৃতীয় উইকেট

চার্লি অ্যান্ডারসনকে আউট করলেন রাজ লিম্বানী। ২২১ রানে অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৯ key status

অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন

উইকেট নিলেন মুশির খান। নিজের বলেই ক্যাচ ধরলেন তিনি। ২ রান করে আউট হলেন রাফ ম্যাকমিলান। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৯ key status

অস্ট্রেলিয়ার অর্ধেক দল সাজঘরে

অর্ধশতরান করে সৌমি পাণ্ডের বলে আউট হলেন হরজস। ৫৫ রান করে ফেরেন তিনি। ১৮১ রানে ৫ উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৩ key status

হরজসের অর্ধশতরান

অর্ধশতরান করলেন হরজস সিংহ। ৫৯ বলে এল তাঁর অর্ধশতরান। এই বারের প্রতিযোগিতায় এই প্রথম ৫০ রানের গণ্ডি পেরোলেন এই বাঁ হাতি ব্যাটার।

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫০ key status

অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন

দ্বিতীয় স্পেলে বল করতে এসে উইকেট নিলেন রাজ লিম্বানী। রায়ান হিকসকে ২০ রানের মাথায় আউট করলেন তিনি। ১৬৫ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৭ key status

৩০ ওভারে অস্ট্রেলিয়ার রান ১৩৬/৩

চতুর্থ উইকেটে জুটি গড়ার কাজ করছেন হরজস ও রায়ান। হরজস ২০ ও রায়ান ১৭ রানে ব্যাট করছেন। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৫ key status

২৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১১০

হরজস সিংহ ৫ ও রায়ান হিকস ৭ রানে ব্যাট করছেন। ইনিংস গড়ার চেষ্টা করছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৭ key status

তিওয়ারির জোড়া ধাক্কা

দ্বিতীয় স্পেলে এসে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দিলেন নমন তিওয়ারি। এ বার ৪২ রানের মাথায় ডিক্সনকে আউট করলেন তিনি। অস্ট্রেলিয়ার দুই সেট ব্যাটার আউট হলেন। ৯৯ রানে পড়ল তাদের তৃতীয় উইকেট। 

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৬ key status

জুটি ভাঙলেন নমন তিওয়ারি

৭৮ রানের জুটি ভাঙলেন তিওয়ারি। ৪৮ রানের মাথায় অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউ ওয়েবগেনকে আউট করলেন তিনি। ক্যাচ ধরলেন মুশির খান। ৯৪ রানে পড়ল অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট।

timer শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫১ key status

দ্বিতীয় উইকেটে বড় জুটি

ডিক্সন ও ওয়েবগেন দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন। ৭১ রানের জুটি গড়েছেন তাঁরা। ২০ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮৭। ডিক্সন ৩২ ও ওয়েবগেন ৪৮ রান করে ব্যাট করছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন