ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।
৭৯ রানে হারল ভারত। বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
৯০ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। খেই হারিয়েছে ভারতীয় ব্যাটিং। ক্রমশ হারের দিকে এগোচ্ছে তারা।
ভারত চতুর্থ উইকেট হারাল। আউট হয়ে গেলেন সচিন। ৯ রান করেছেন তিনি। আরও চাপে পড়ল ভারত।
৮ রান করে মাহলি বিয়ার্ডম্যানের বলে আউট উদয় সাহারান। বড় ধাক্কা খেল ভারত। ৫৫ রানে তৃতীয় উইকেট পড়ল তাদের।
ইনিংস গড়ার চেষ্টা করছেন আদর্শ সিংহ ও উদয় সাহারান। আদর্শ ১৭ ও উদয় ৬ রান করে খেলছেন।
২২ রান করে আউট মুশির। বিয়ার্ডম্য়ানের বলে বোল্ড হলেন তিনি। ৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ল ভারতের।
চাপে ভারত। মুশির ১৩ ও আদর্শ ১০ রান করে ব্য়াট করছেন। বড় শট খেলতে পারছেন না তাঁরা।
আদর্শ সিংহ ৫ ও মুশির খান ১ রানে ব্য়াট করছেন। ইনিংস গড়ার চেষ্টা করছেন ভারতের দুই ব্যাটার।
৩ রান করে কলাম ভিডলারের বলে আউট হয়ে গেলেন আর্শিন কুলকর্ণি। ভারতের প্রথম উইকেট পড়ল।
২৫৩ রানে শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস। ৪৬ রানে অপরাজিত থাকলেন অলিভের পিক। বিশ্বকাপ জিততে হলে রেকর্ড রান তাড়া করতে হবে ভারতকে।
চার্লি অ্যান্ডারসনকে আউট করলেন রাজ লিম্বানী। ২২১ রানে অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট পড়ল।
উইকেট নিলেন মুশির খান। নিজের বলেই ক্যাচ ধরলেন তিনি। ২ রান করে আউট হলেন রাফ ম্যাকমিলান।
অর্ধশতরান করে সৌমি পাণ্ডের বলে আউট হলেন হরজস। ৫৫ রান করে ফেরেন তিনি। ১৮১ রানে ৫ উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার।
অর্ধশতরান করলেন হরজস সিংহ। ৫৯ বলে এল তাঁর অর্ধশতরান। এই বারের প্রতিযোগিতায় এই প্রথম ৫০ রানের গণ্ডি পেরোলেন এই বাঁ হাতি ব্যাটার।
দ্বিতীয় স্পেলে বল করতে এসে উইকেট নিলেন রাজ লিম্বানী। রায়ান হিকসকে ২০ রানের মাথায় আউট করলেন তিনি। ১৬৫ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ল।
চতুর্থ উইকেটে জুটি গড়ার কাজ করছেন হরজস ও রায়ান। হরজস ২০ ও রায়ান ১৭ রানে ব্যাট করছেন।
হরজস সিংহ ৫ ও রায়ান হিকস ৭ রানে ব্যাট করছেন। ইনিংস গড়ার চেষ্টা করছেন তাঁরা।
দ্বিতীয় স্পেলে এসে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দিলেন নমন তিওয়ারি। এ বার ৪২ রানের মাথায় ডিক্সনকে আউট করলেন তিনি। অস্ট্রেলিয়ার দুই সেট ব্যাটার আউট হলেন। ৯৯ রানে পড়ল তাদের তৃতীয় উইকেট।
৭৮ রানের জুটি ভাঙলেন তিওয়ারি। ৪৮ রানের মাথায় অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউ ওয়েবগেনকে আউট করলেন তিনি। ক্যাচ ধরলেন মুশির খান। ৯৪ রানে পড়ল অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট।
ডিক্সন ও ওয়েবগেন দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন। ৭১ রানের জুটি গড়েছেন তাঁরা। ২০ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮৭। ডিক্সন ৩২ ও ওয়েবগেন ৪৮ রান করে ব্যাট করছেন।