Pakistan Cricket Board

পাকিস্তান ক্রিকেটে বদল! কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পাঁচ সিনিয়র ক্রিকেটার, তালিকায় নতুন তিন

পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় সিদ্ধান্ত নিয়েছে। তাদের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচ জন সিনিয়র ক্রিকেটার। দলে জায়গা পেয়েছেন তিন নতুন ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:৩৫
cricket

বড় বদল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। —ফাইল চিত্র।

নতুনদের দিকে তাকাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বড় সিদ্ধান্ত নিয়েছে তারা। তাদের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচ জন সিনিয়র ক্রিকেটার। দলে জায়গা পেয়েছেন তিন নতুন ক্রিকেটার। মোট ২০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে চুক্তিতে।

Advertisement

প্রাক্তন অধিনায়ক নিদা দার নেই কেন্দ্রীয় চুক্তিতে। তা ছাড়া আলিয়া রিয়াজ়, আনোশা নাসির, ইয়েমান ফাতিমা ও সিদরা নওয়াজ়কেও চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। ১ জুলাই থেকে নতুন চুক্তি কার্যকর হবে। চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলে খেলতে পারবেন এই পাঁচ ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য একটি কর্মসূচি নিয়েছে। ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত তা চলবে। এই সময়ে নতুন ক্রিকেটারদের তুলে আনার দিকে নজর দেওয়া হবে। নতুন চুক্তিতে তিন জন ক্রিকেটার ঢুকেছেন। তাঁরা হলেন তাসমিয়া রুবাব, রামিন শামিম ও গুল ফিরোজ়া।

২০ জনের মধ্যে তিন জনকে রাখা হয়েছে ক্যাটেগরি এ-তে। তাঁরা হলেন বর্তমান অধিনায়ক ফাতিমা সানা, সহ-অধিনায়ক মুনিবা আলি ও ওপেনার সিদরা আমিন। ক্যাটেগরি বি-তে রয়েছেন নাশরা সান্ধু ও সাদিয়া ইকবার। ক্যাটেগরি সি-তে জায়গা পেয়েছেন ডায়না বেগ ও ওমাইমা সোহেল। বাকিরা সকলেই ক্যাটেগরি ডি-তে। তাঁরা হলেন গুলাম ফাতিমা, রামিন শামিম, তাসমিয়া রুবাব, গুল ফিরোজ়া, সাদাফ শামাস, তুবা হাসান, নাজিহা আলবি, সায়েদা আরুব শাহ ও উম-এ-হানি।

Advertisement
আরও পড়ুন