পেনাল্টি ফস্কে হতাশায় মুখ ঢেকেছেন আর্সেনালের কাই হাভের্ৎজ়। ছবি: রয়টার্স।
টাইব্রেকারে ভুল করে ফেলেছিলেন আর্সেনালের কাই হাভের্ৎজ়। তাঁর শট বাঁচিয়ে দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বায়িন্দির। সেই পেনাল্টি ফস্কানোর ফলেই হারতে হয় আর্সেনালকে। এফএ কাপ থেকে বিদায় নিয়েছে তারা। পেনাল্টি ফস্কে খলনায়ক হওয়া হাভের্ৎজ়ের স্ত্রী ও গর্ভস্থ সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় আতঙ্কে পরিবার।
সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন জার্মান ফুটবলার হাভের্ৎজ়ের স্ত্রী সোফিয়া। তিনি লিখেছেন, “আমাকে আর আমার গর্ভস্থ সন্তানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এক জন লিখেছেন, আমাদের বাড়িতে এসে দু’জনকে খুন করবেন। আবার এক জন প্রার্থনা করেছেন, আমার সন্তান যেন নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কিত। কী করব বুঝতে পারছি না।”
এই পরিস্থিতিতে সকলকে একটু সংবেদনশীল হওয়ার অনুরোধ করেছেন সোফিয়া। তিনি লিখেছেন, “খেলায় হার-জিত থাকেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দের একটু সম্মান করুন। সকলের ব্যক্তিগত জীবন আছে। পরিবার আছে। এই ধরনের কথায় এক জন ফুটবলারের মনের কী অবস্থা হয় সেটা বোঝার চেষ্টা করুন।”
সমর্থকেরা হাভের্ৎজ়কে হারের জন্য দায়ী করলেও দলের খেলায় খুশি আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, “আমার ফুটবলারদের আমি ভালবাসি। আমি জানি ওদের মান কতটা ভাল। ওরা প্রতিটা মিনিট লড়াই করে। আগের ম্যাচেও করেছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত জিততে পারিনি।” টাইব্রেকারে ফলাফল যে কোনও দলের পক্ষে যেতে পারত বলেই মনে করেন আর্সেনাল কোচ। তিনি বলেন, “টাইব্রেকার ভাগ্যের বিযয়। একটা ম্যাচ হেরে যাওয়ায় ওরা খারাপ হয়ে যায় না। আমরা ম্যাচে দাপট দেখিয়েছি। কিন্তু জিততে পারিনি। হতাশ লাগছে। যদিও দলের খেলায় আমি খুশি।”
এফএ কাপের ম্যাচে ৫২ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৬১ মিনিটে লাল কার্ড দেখেন ম্যাঞ্চেস্টারের দিয়োগো দালত। তার পরেই গ্যাব্রিয়েল সমতা ফেরান। ৬৯ মিনিটে আর্সেনালকে এগিয়ে দিতে পারতেন মার্টিন ওডেগার্ড। হাভের্ৎজ়কে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় আর্সেনাল। কিন্তু ওডেগার্ডের শট বাঁচিয়ে দেন বায়িন্দির। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা শেষ না হওয়ায় টাইব্রেকারে ফয়সালা হয়। সেখানেই হাভের্ৎজ় পেনাল্টি ফস্কান।