Kumbh Mela 2025

‘বেঁধে বেঁধে থাকি’! বিচ্ছেদ রুখতে কুম্ভমেলায় অভিনব কায়দায় নিজেদের বাঁধলেন গীতা ও ললিতা

এ বার প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হয়েছে সোমবার। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রিতে। চলবে সাত সপ্তাহ ধরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৭:০০
Sisters Gita, Lalita won\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'t get separated at Maha Kumbh

মহাকুম্ভে পুণ্যার্থীদের ভিড়। ছবি: পিটিআই।

কুম্ভমেলায় এসে একের অপরের থেকে ‘বিচ্ছেদ’ হয়ে যায়, তার পর কেটে যায় বছরের পর বছর। কয়েক দশক পর আবার কুম্ভমেলায় ‘মিলন’ ঘটে! পুরো সিনেমার গল্প। তবে এ বারে কুম্ভমেলায় এক অভিনব উদ্যোগ দিলেন ঝাড়খণ্ডের দুই বোন— গীতা এবং ললিতা। কুম্ভমেলায় তাঁরা নিজেদের ফিতে দিয়ে বাঁধলেন। বক্তব্য, কোনও ভাবেই তাঁরা কুম্ভমেলায় হারাতে চান না!

Advertisement

কুম্ভমেলায় নজর কেড়েছেন গীতা এবং ললিতা। দু’জনে নিজেদের হাতের বালার সঙ্গে লাল ফিতে দিয়ে বেঁধে রেখেছেন। সে ভাবেই মেলায় ঘুরছেন, গঙ্গায় ডুব দিচ্ছেন, খেতে যাচ্ছেন। এমনকি, ওই অবস্থাতেই ঘুমোচ্ছেন তাঁরা। ঝাড়খণ্ড থেকে মহাকুম্ভে শামিল হতে এসেছেন দুই বোন। তাঁদের কথায়, একমাত্র শৌচালয়ে যাওয়ার সময়ই ফিতে খুলছেন দু’জনে। বাকি সময়টা নিজেদের বেঁধে রেখেছেন।

গীতা এবং ললিতা দুই বোন এসেছেন মহাকুম্ভে।

গীতা এবং ললিতা দুই বোন এসেছেন মহাকুম্ভে। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, এ বার প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি, সোমবার মকর সংক্রান্তিতে। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রিতে। চলবে সাত সপ্তাহ ধরে। প্রতি ছ’বছর অন্তর কুম্ভমেলা আয়োজিত হয়। ২০১৯ সালে ছিল অর্ধকুম্ভ মেলা। তার আগে ২০১৩ সালে ছিল পূর্ণকুম্ভ মেলা। ১২ বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। কুম্ভে বিশেষ পুণ্যতিথির স্নানকে ‘শাহি’ স্নান বলে। এ বারের মহাকুম্ভে অন্তত ছ’টি শাহি স্নানের দিন থাকবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যার শাহি স্নান।

Advertisement
আরও পড়ুন