Pakistan Cricket Team

ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে-বলে হল না, কোথায় লাগল পাক ব্যাটারের ব্যাট? প্রকাশ্যে ভিডিয়ো

শুক্রবার আফগানিস্তানের কাছে প্রথম বার হেরেছে পাকিস্তান। দু’দেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এক পাক ব্যাটারের আউট হওয়ার ধরনে উঠেছে প্রশ্ন। ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৮:০৬
picture of pakistan cricket team

পাকিস্তানের এক ক্রিকেটারের আউট হওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। ছবি: টুইটার।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার আফগানিস্তানের কাছে হেরেছে পাকিস্তান। শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান জিতেছে ৬ উইকেটে। রশিদ খানের দলের বিরুদ্ধে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৯২ রানে। এই ম্যাচেই পাক জোরে বোলার নাসিম শাহের আউট হওয়ার ধরন নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ন’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পাক জোরে বোলার। পাকিস্তানের ইনিংসের ১৬তম ওভারে বোলার ছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি। ওভারের তৃতীয় বলটি তুলে মারার চেষ্টা করেন নাসিম। ব্যাটে-বলে সংযোগ হয়নি। বল নাসিমের গায়ে লেগে চলে যায় আফগান উইকেটরক্ষকের হাতে। নাসিম ক্রিজের মধ্যেই ছিলেন। ফলে তাঁকে স্টাম্প আউট করার সুযোগ ছিল না। কিন্তু নাসিম নিজেই আউট হয়ে যান।

Advertisement

নাসিমের ব্যাটের ফলো থ্রু গিয়ে লাগে উইকেটে। হিট উইকেট হয়ে যান তিনি। জোরে ব্যাট চালাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন নাসিম। ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হলে চার বা ছয় হতে পারত। নবির বলে তেমনই চেষ্টা করেছিলেন নাসিম। কিন্তু তাঁর সেই চেষ্টা কাজে তো লাগেইনি, উল্টে আউট হয়ে যান। তাঁর এ ভাবে আউট হওয়ার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলেছেন নাসিমের ব্যাটিং দক্ষতা নিয়ে।

বড় শট মারতে গিয়ে ক্যাচ বা বোল্ড আউট হওয়ার ঘটনা ঘটে প্রায়শই। কিন্তু এ ভাবে হিট উইকেট হওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ঘটে না। সে কারণেই নাসিমের আউট নিয়ে শুরু হয়েছে আলোচনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement