Syed Mushtaq Ali Trophy

‘বাচ্চার মতো আগলে রাখতে পারব না’, এ বার পৃথ্বীকে নিয়ে সরব মুম্বই অধিনায়ক শ্রেয়স

মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন। দল পাননি আইপিএলে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিক ভাবে সুযোগ পেলেও দলকে ভরসা দিতে পারেননি পৃথ্বী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৩
picture of Prithvi Shaw and Shreyas Iyer

(বাঁ দিকে) পৃথ্বী শ। শ্রেয়স আয়ার (ডান দিকে)। —ফাইল চিত্র।

পৃথ্বী শকে নিয়ে এ বার অসন্তোষ প্রকাশ করলেন শ্রেয়স আয়ার। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালের পর দলের ওপেনারকে নিয়ে ক্ষোভ গোপন করলেন না মুম্বই অধিনায়ক। শ্রেয়সের বক্তব্য, পৃথ্বীকে বাচ্চাদের মতো আগলে রাখা সম্ভব নয়।

Advertisement

দেশের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটার হিসাবে উঠে এসেছিলেন পৃথ্বী। একটা সময় পর্যন্ত সাফল্যের সঙ্গে খেলেছেন বিভিন্ন স্তরে। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি। মাঠে এবং মাঠের বাইরে বার বার বিতর্কে জড়িয়েছেন। বিশৃঙ্খলার অভিযোগে বাদ পড়েছিলেন মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। তাঁকে নিয়ে বিরক্তি গোপন করেননি মুম্বইয়ের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকেরা। ফর্মে না-থাকা, দলীয় শৃঙ্খলাভঙ্গ ছাড়াও পৃথ্বীর মেদবহুল শরীরের কথা বলেছিলেন তাঁরা। পরে আইপিএলের নিলামেও দল পাননি পৃথ্বী। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দলও ওপেনিং ব্যাটারকে নিয়ে হতাশার কথা বলেছিলেন। এ বার মুখ খুলেছেন শ্রেয়সও।

রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। ধারাবাহিক ভাবে সুযোগ পেলেও ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি তিনি। ফাইনালেও করেছেন ১০ রান। তার পরই পৃথ্বীকে নিয়ে মুখ খুলেছেন শ্রেয়স। তিনি বলেছেন, ‘‘বাচ্চা তো নয়, যে আগলে আগলে রাখতে হবে। আমাদের পক্ষে সম্ভবও না। এই স্তরে যারা খেলে, তারা সবাই পেশাদার ক্রিকেটার। সবাই জানে কী করা উচিত আর কী উচিত নয়। পৃথ্বীর বিশৃঙ্খলা নতুন কিছু নয়। আগেও অনেক বার করেছে। ওর উচিত নিজের খেলায় মন দেওয়া। বসে ঠান্ডা মাথায় ভাবতে হবে ওকে। এই পরিস্থিতি থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। নিজেই সমস্যার সমাধান খুঁজে পাবে। কারও পক্ষে জোর করে ওকে দিয়ে কিছু করিয়ে নেওয়া সম্ভব নয়।’’

মুম্বইয়ের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে মনে করি পৃথ্বী ঈশ্বরদত্ত ক্রিকেটার। ওর মতো প্রতিভাবান খেলোয়াড় বিরল। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ওকে উন্নতি করতে হবে। নিজের কাজের প্রতি আরও যত্নশীল এবং নীতিনিষ্ঠ হতে হবে। আগেও কথাটা অনেক বার বলেছি।’’ এখানেই থামেননি শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘পৃথ্বীকে কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখতে হবে। তা পারলে, আকাশই ওর সীমা। কিন্তু জোর করে কাউকে দিয়ে কিছু করানো সম্ভব নয়। আমার পক্ষেও ওকে দিয়ে জোর করে কিছু করানো সম্ভব নয়। কম দিন ক্রিকেট খেলছে না পৃথ্বী। নানা সময় অনেকের পরামর্শ পেয়েছে। চেষ্টাটা ওকে নিজেকেই করতে হবে।’’

Advertisement
আরও পড়ুন