মহম্মদ শামি। —ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন মহম্মদ শামি। খেলতে পারেন ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছেন বাংলার জোরে বোলার।
ফিটনেস নিয়ে আরও সমস্যা নেই শামির। আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা জোরে বোলার। ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি শামি। গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তাঁর। পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তা ছাড়া বাংলার হয়ে খেলতে নেমে হাঁটুতে হালকা চোটও পেয়েছিলেন। তাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় শামিকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড কর্তারা এবং জাতীয় নির্বাচকেরা তাড়াহুড়ো না করে শামিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তরতাজা ভাবে পেতে চেয়েছিলেন। সেই প্রতিযোগিতার দল ঘোষণার আগে শামি এনসিএর ছাড়পত্র পেয়ে যাওয়ায় স্বস্তি পাবেন অজিত আগরকরেরা। তবে সাবধানতা হিসাবে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে নাও খেলানো হতে পারে।
২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ ফাইনালে শেষ দেশের হয়ে মাঠে নেমেছিলেন শামি। তার পর প্রায় এক বছর চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। গত অক্টোবরে বাংলার হয়ে মাঠে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস ছিল না তাঁর। শামির উপর নজর রাখছিলেন এনসিএর মেডিক্যাল টিমের সদস্যেরা। বাংলা দলের সঙ্গে শামির জন্য ছিলেন এনসিএর প্রতিনিধিরাও। তাঁদের নির্দেশ মতোই মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন শামি। কিছু সমস্যা থাকায় মাঝে মধ্যে তাঁকে বেঙ্গালুরুতেও যেতে হচ্ছিল।