Australia vs Pakistan

পাকিস্তানকে চুনকাম অস্ট্রেলিয়ার, স্টোইনিস-ঝড়ে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় সাত উইকেটে

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজ়‌ জিতল ৩-০ ব্যবধানে। মার্কাস স্টোইনিসের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে জিতেছে অস্ট্রেলিয়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:৫২
cricket

অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন মার্কাস স্টোইনিস। ছবি: সমাজমাধ্যম।

কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজ়‌ জিতল ৩-০ ব্যবধানে। মার্কাস স্টোইনিসের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে জিতেছে অস্ট্রেলিয়া।

Advertisement

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সেই সিদ্ধান্ত ঠিক ছিল না। এই ম্যাচে মহম্মদ রিজওয়ান না খেলায় পাকিস্তানের নেতৃত্ব দেন আঘা সলমন। বাবর আজমের সঙ্গে ওপেন করেছিলেন সাহিবজাদা ফারহান। তিনি মাত্র ৯ রান করেন।

দ্বিতীয় উইকেটে বাবরের সঙ্গে জুটি বেধে বেশ কিছুটা রান করেন হাসিবুল্লা খান (২৪)। তিনি ফিরতেই পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে। বাবর (৪১) ছাড়া কেউই বলার মতো রান করতে পারেননি। ১৮.১ ওভারেই ১১৭ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট অ্যারন হার্ডির। দু’টি করে উইকেট স্পেন্সার জনসন এবং অ্যাডাম জ়াম্পার।

অস্ট্রেলিয়াও শুরুতে হারিয়েছিল ম্যাথু শর্টকে (২)। ৩০ রানের মধ্যে ফিরে যান জেক ফ্রেজার ম্যাকগার্কও (১৮)। তবে অধিনায়ক জস ইংলিস জুটি গড়েন স্টোইনিসের সঙ্গে। ইংলিস ধীর গতিতে খেললেও চালিয়ে খেলেন স্টোইনিস। পাঁচটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। ৫২ বল বাকি থাকতে জেতে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে টানা সাতটি টি-টোয়েন্টি জিতল তারা।

ম্যাচের সেরা স্টোইনিস বলেন, “ভাল উইকেট ছিল। রান করতে পেরে ভাল লাগছে। আমরা ভাল বল করে ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।” পাকিস্তানের অধিনায়ক সলমন বলেন, “মাঝের ওভারগুলো কাজে লাগাতে পারিনি। অনেকগুলো উইকেট হারিয়েছি।”

আরও পড়ুন
Advertisement