ধোনিকে শুভেচ্ছা সৌরভ-সচিনের ফাইল ছবি
আগের দিন উইম্বলডনে রাফায়েল নাদালের খেলা দেখে, ফিরে মাঝরাতে কেক কেটে জন্মদিন পালন করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। অন্যান্য বারের মতো এ বার তিনি দেশে নেই, রয়েছেন লন্ডনে। জন্মদিন বা বিশেষ কোনও দিনে খুব বেশি মাতামাতি করতে কোনও দিনই তাঁকে দেখা যায় না। তবে তাঁর সতীর্থ বা ভক্তরা চুপ থাকেন কী করে? তাই সকাল থেকেই চলছে শুভেচ্ছার বন্যা।
সৌরভ গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানালেন সন্ধে ছ’টা নাগাদ। টুইটারে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই এক দুর্দান্ত নেতা এবং ভারতের এক অসাধারণ ক্রিকেটার যে সব সময় নিজের সেরাটা দিয়ে দেশের সেবা করেছে।’ সৌরভের ওপেনিং সতীর্থ সচিন তেন্ডুলকারও শুভেচ্ছা জানিয়েছেন কোহলীকে। লিখেছেন, ‘একজন ভাল নেতা, সতীর্থ এবং বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। খুব ভাল করে দিনটা কাটাও।’
Happy birthday to a fantastic leader and tremendous player for India who served the country to the highest standards @msdhoni @bcci pic.twitter.com/i3s4x56n6m
— Sourav Ganguly (@SGanguly99) July 7, 2022
নিজের ঢংয়েই ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র সহবাগ। লিখেছেন, ‘যতক্ষণ না ফুলস্টপ আসে, ততক্ষণ বাক্য শেষ হয় না। যতক্ষণ ধোনি ক্রিজে রয়েছে, ততক্ষণ ম্যাচ শেষ হয় না। ধোনির মতো ক্রিকেটার দলে থাকার সৌভাগ্য সব দলের হয় না। দুর্দান্ত এক জন মানুষ ও ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।’ আইপিএলের ম্যাচে ধোনিকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে হার্দিক পাণ্ড্য লিখেছেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকল মাহি ভাই।’