IPL 2024

আইপিএল শুরুর আগেই ধাক্কা লখনউ দলে, প্রথম দিকের কিছু ম্যাচ খেলতে পারবেন না জোরে বোলার

ইংরেজ পেসার ব্যক্তিগত কারণে প্রথম দিকের কিছু ম্যাচ খেলবেন না। লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার বুধবার সেটা জানিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ২০:১২
KL Rahul

লোকেশ রাহুল। —ফাইল চিত্র।

আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলিতে খেলতে পারবেন না ডেভিড উইলি। ইংরেজ পেসার ব্যক্তিগত কারণে প্রথম দিকের কিছু ম্যাচ খেলবেন না। লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার বুধবার সেটা জানিয়েছেন।

Advertisement

গত দু’টি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার। এ বারের নিলামে উইলিকে ২ কোটি টাকা দিয়ে কিনে নেয় লখনউ। ল্যাঙ্গার বলেন, “মার্ক উড আগেই নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছিল। এ বার উইলিও শুরুর দিকে কিছু ম্যাচ খেলবে না বলে জানিয়েছে। সেই কারণে পেস বোলিংয়ে আমাদের কিছুটা অনভিজ্ঞতা থাকবে। তবে কয়েক দিন ধরে অনুশীলনে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারকে দেখেছি। কয়েক জনের চোট ছিল, তারা এখন পুরোপুরি সুস্থ।”

ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার আইপিএল খেলবেন না বলে জানিয়েছেন। হ্যারি ব্রুক, জেসন রয়, গাস অ্যাটকিনসন এবং মার্ক উডকে এ বারের আইপিএলে দেখা যাবে না। তাঁরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, আইপিএল খেলবেন না।

লখনউ দলে উডের জায়গায় শামার জোসেফকে নেওয়া হয়েছে। উইলি না থাকায় প্রথম একাদশে শামারকে দেখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন