অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।
১২.৫ ওভারে ২ উইকেটে ১২১ রান মুম্বইয়ের। রিকেলটন (৬২) এবং সূর্যকুমার (২৭) অপরাজিত থাকলেন।
ব্যাট করছেন রিকেলটন (৬১) এবং সূর্যকুমার (১২)।
রাসেলের দ্বিতীয় উইকেট। রাসেলের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট জ্যাক (১৬)। মুম্বই ৯১/২।
ব্যাট করছেন রিকেলটন (৫৮) এবং জ্যাকস (১৫)।
ব্যাট করছেন রিকেলটন (৪৩) এবং জ্যাকস (১১)।
ব্যাট করছেন রিকেলটন (৩১) এবং জ্যাকস (৮)।
রোহিতকে (১৩) আউট করলেন রাসেল। মুম্বই ৪৬/১।
ব্যাট করছেন রোহিত (১২) এবং রিকেলটন (২৮)।
ব্যাট করছেন রোহিত (১২) এবং রিকেলটন (১)।
রমনদীপকে (২২) আউট করলেন স্যান্টনার। ১৬.২ ওভারে কলকাতার ইনিংস শেষ ১১৬ রানে।
ব্যাট করছেন রমনদীপ (১৬) এবং জনসন (১)।
হর্ষিতকে (৪) আউট করলেন পুথুর। কেকেআর ৯৯/৯।
ব্যাট করছেন রমনদীপ (১) এবং হর্ষিত (৪)।
রাসেলকেও (৫) বোল্ড করলেন অশ্বনী। কেকেআর ৮৮/৮।
ব্যাট করছেন রাসেল (১) এবং রমনদীপ (শূন্য)।
তৃতীয় উইকেট অশ্বনীর। তাঁর বলে বোল্ড মণীশ (১৯)। কেকেআর ৮০/৭।
দ্বিতীয় উইকেট অশ্বনীর। তাঁর বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রিঙ্কু (১৭)। কেকেআর ৭৪/৬।
ব্যাট করছেন রিঙ্কু (১৩) এবং মণীশ (১৪)।
ব্যাট করছেন রিঙ্কু (১০) এবং মণীশ (৭)।
হার্দিকের বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট রঘুবংশী (২৬)। কেকেআর ৭ ওভারে ৪৫/৫।