BGT 2024-25

মেলবোর্নে প্রথম দিনেই তিনশো পার অস্ট্রেলিয়ার, বুমরা লড়াইয়ে রাখলেন ভারতকে

ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজ়‌ের ফল ১-১। মেলবোর্নে শুরু হয়েছে চতুর্থ টেস্ট। এই ম্যাচ যারা জিতবে তারা সিরিজ়‌ জয়ের ব্যাপারে এগিয়ে যাবে। মেলবোর্নে ভারতের রেকর্ড বেশ ভাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৪৮
cricket

যশপ্রীত বুমরা। ছবি: সমাজমাধ্যম।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৩৭ key status

প্রথম দিনের খেলা শেষ

৮৬ ওভার খেলা হল প্রথম দিনে। অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। বুমরার তিন উইকেট লড়াইয়ে রেখেছে ভারতকে।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:১৭ key status

আউট ক্যারে

নতুন বলে প্রথম বার বল করতে এসেই উইকেট আকাশ দীপের। খোঁচা দিয়ে ফিরলেন ক্যারে।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:০৮ key status

আবার জুটি গড়ছে অস্ট্রেলিয়া

পঞ্চম উইকেট পড়ার পর আবার খেলা ধরে ফেলেছে অস্ট্রেলিয়া। ৪৬ রানের জুটি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ৮০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৯২/৫।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:২৩ key status

আউট মার্শ

বুমরার বলে খোঁচা দিয়ে ফিরলেন মার্শ (৪)।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:০৭ key status

আউট হেড

বুমরার বল হেডের স্টাম্প ভেঙে দিল। কোনও রান না করেই ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯ key status

আউট লাবুশেন

ওয়াশিংটনের বলে এগিয়ে গিয়ে কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন লাবুশেন। ক্যাচ ধরলেন কোহলি।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৬ key status

চা-বিরতি মেলবোর্নে

দু’টি সেশনেই দেখা গেল অস্ট্রেলিয়ার দাপট। মেলবোর্নে দ্বিতীয় সেশনে ভারতের প্রাপ্তি শুধু খোয়াজার উইকেট।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:১১ key status

আউট খোয়াজা

বুমরার বলে মিড অনের উপর দিয়ে মারতে গিয়েছিলেন খোয়াজা। বল লাগে ব্যাটের একদম নীচে। কেএল রাহুল সহজ ক্যাচ নিলেন।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৯:০২ key status

খোয়াজার অর্ধশতরান

ভারতের বিরুদ্ধে আবার ফর্মে খোয়াজা। মেলবোর্নে অর্ধশতরান করলেন অস্ট্রেলিয়ার আর এক ওপেনারও।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:৩১ key status

দাঁত ফোটাতে পারছেন না ভারতীয় বোলাররা

মধ্যাহ্নভোজের পরেও দাপটের সঙ্গে খেলে চলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। ভারতীয় বোলারেরা এখনও সাফল্য পাননি।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৭ key status

অস্ট্রেলিয়া ২৪ ওভারে ১০৯-১

কনস্টাসকে ফেরালেও ভারতীয় বোলারেরা আর সাফল্য পাচ্ছেন না। ক্রিজ়ে খোয়াজা ৩৫ এং লাবুশেন ১২ রানে।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৮ key status

আউট কনস্টাস

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন জাডেজা। কনস্টাসকে (৬০) ফেরালেন তিনি। 

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:০৮ key status

কনস্টাসের অর্ধশতরান

কে বলবে প্রথম টেস্ট খেলতে নেমেছেন। ৫২ বলে ৫০ করে ফেললেন কনস্টাস। শাসন করছে ভারতীয় বোলারদের।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৫:৫২ key status

অস্ট্রেলিয়া ১০ ওভারে ৪৪-০

কনস্টাস ২৭ এবং খোয়াজা ১৬ রানে ক্রিজে।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৩ key status

আবার সাহসী কনস্টাস

প্রথম টেস্ট খেলতে নামলেও এখনও পর্যন্ত ভয়ডরহীন ব্যাট করছেন কনস্টাস। বুমরাকে ‘স্কুপ’ শটে একটি চার এবং দুটি ছয় মারলেন।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৫:৩০ key status

আবার সিরাজের ‘বাণী’

সিরাজকে তুলে মারতে গিয়ে মিস্‌ করেন কনস্টাস। তা দেখে তরুণ ক্রিকেটারকে বেশ কিছু কথা বললেন সিরাজ। কনস্টাস তাতে পাত্তা দিলেন না। ভারত-অস্ট্রেলিয়ার কথার যুদ্ধ বজায় মেলবোর্নেও। অস্ট্রেলিয়া ৬ ওভারে ৯-০।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৫:১৪ key status

সাহসী ব্য়াটিং কনস্টাসের

তৃতীয় ওভারেই চামচের মতো করে বুমরাকে স্কুপ শট মারতে গিয়েছিলেন অভিষেককারী স্যাম কনস্টাস। বুমরা এবং উল্টো দিকে থাকা উসমান খোয়াজা হেসে ফেললেন।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৫:০৬ key status

রেকর্ড ভারতের পক্ষে

মেলবোর্নে আগের দু’টি টেস্টেই জিতেছে ভারত। ২০১১ সালের পর থেকে এই মাঠে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া।

timer শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৪:৫৬ key status

পিচ কেমন?

সুনীল গাওস্কর এবং মার্ক নিকোলাস জানালেন, পিচে ভারী রোলার দেওয়া হচ্ছে। প্রচুর ঘাস রয়েছে। প্রথম দিনে বোলারেরা ভাল সুবিধা পেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন