উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।
২৪৩ রানের বিশাল ব্য়বধানে জিতল ভারত।
জানসেন আউট। কুলদীপের বলে ক্যাচ দিলেন জাডেজার হাতে।
মহারাজাকে বোল্ড করলেন জাডেজা। ৬৭ রানে সাত উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
২৬ রানের ব্যবধানে তিন উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। একের পর এক আউট হলেন ক্লাসেন, ডুসেন এবং মিলার।
শামির বলে খোঁচা দিয়ে আউট মার্করাম। উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে তৃতীয় উইকেট হারাল।
দক্ষিন আফ্রিকার অধিনায়ক আউট। জাডেজা বোল্ড হলেন বাভুমা।
সিরাজের বলে আউট ডি’কক। বোল্ড হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার।
ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারে ৩২৬ রান করল ভারত। শতরান বিরাটের। ৭৭ রান করেন শ্রেয়স। দ্রুত ৪০ রান করেন রোহিত।
জন্মদিনে শতরান করলেন বিরাট। ইডেনে তাঁর শতরানে ভর করে ভারত ৩০০ রান পার করল।
৮ রান করে আউট হয়ে যান রাহুল। জানসেনের বলে ক্যাচ দিয়ে গেলেন তিনি।
৪০ ওভারে ২৩৯ রান করল ভারত। ক্রিজে বিরাট এবং রাহুল।
সাজঘরে ফিরলেন শ্রেয়স। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। ৭৭ রান করে আউট শ্রেয়স। লুঙ্গি এনগিডির বলে ক্যাচ দিলেন এডেন মার্করামের হাতে।
২২৩ রান তুলে ফেলল ভারত। ক্রিজে বিরাট এবং শ্রেয়স। স্পিনারদের চাপ সামলে এগিয়ে চলেছেন তাঁরা।
এ বার ৫০ করলেন শ্রেয়স। চার মেরে ৫০ করলেন তিনি।
জন্মদিনে ইডেনে খেলছেন বিরাট। ৫০ করলেন তিনি। রোহিত এবং শুভমনকে হারিয়ে ভারত প্রাথমিক একটা ধাক্কা খেয়েছিল ভারত। সেখান থেকে দলকে বার করলেন বিরাট এবং শ্রেয়স।
বিরাট এবং শ্রেয়স ধরে খেলছেন। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মহারাজ এবং শামসি বেশ চাপ তৈরি করে ফেলেছেন। তাঁদের বল বুঝতে অসুবিধা হচ্ছে বিরাটদের। ২০ ওভারে ভারত তুলল ১২৪ রান।
১৫ ওভারে ১০৫ রান তুলেছে ভারত। দু'উইকেট হারিয়েছে তারা। আউট হয়েছেন রোহিত (৪০) এবং শুভমন (২৪)। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার।
বোল্ড শুভমন। ১০ ওভার শেষ হতেই স্পিনার নিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাঁর সিদ্ধান্ত যে, সঠিক ছিল তা প্রমাণ করে দিলেন কেশব মহারাজ। লেগ স্টাম্পে ছিল বলটি। সেটি গিয়ে লাগল অফ স্টাম্পের বেলে। ২৪ বলে ২৩ রান করে আউট শুভমন। আম্পায়ার প্রথমে বুঝতে পারেননি কী আউট দেবেন। রিভিউ নেন তিনি। তাতে দেখা যায় বোল্ড হয়েছেন শুভমন।
১৪ বলে ১৮ রান করে ফেললেন বিরাট। ফর্মে রয়েছেন তিনি। কভার ড্রাইভ এবং স্ট্রেট ড্রাইভে চার মারলেন রাবাডাকে। ভারত ১০ ওভারে ৯১ রান তুলল।
৪০ রান (২৪ বলে) করে আউট রোহিত। কাগিসো রাবাডার বলে মিড অফে ক্যাচ দিলেন তিনি।