ICC ODI World Cup 2023

বিশ্বকাপে ইডেনে কোন পথে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত?

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। ৩২৬ রান তোলে ভারত। শতরান করেন বিরাট। ৭৭ রান করেন শ্রেয়স। সেই রান তাড়া করতে নেমে চাপে দক্ষিণ আফ্রিকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ২০:৩২
উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা।

উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ২০:৩২ key status

ভারতের জয়

২৪৩ রানের বিশাল ব্য়বধানে জিতল ভারত। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ২০:২৪ key status

উইকেট পেলেন কুলদীপ

জানসেন আউট। কুলদীপের বলে ক্যাচ দিলেন জাডেজার হাতে।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ২০:০১ key status

চার উইকেট জাডেজার

মহারাজাকে বোল্ড করলেন জাডেজা। ৬৭ রানে সাত উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৯:৫৬ key status

একের পর উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

২৬ রানের ব্যবধানে তিন উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। একের পর এক আউট হলেন ক্লাসেন, ডুসেন এবং মিলার।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৯:১৭ key status

আউট মার্করাম

শামির বলে খোঁচা দিয়ে আউট মার্করাম। উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে তৃতীয় উইকেট হারাল।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৯:১২ key status

আউট বাভুমা

দক্ষিন আফ্রিকার অধিনায়ক আউট। জাডেজা বোল্ড হলেন বাভুমা।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৯:১১ key status

আউট ডি’কক

সিরাজের বলে আউট ডি’কক। বোল্ড হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৮:৪২ key status

৩২৬ রান ভারতের

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারে ৩২৬ রান করল ভারত। শতরান বিরাটের। ৭৭ রান করেন শ্রেয়স। দ্রুত ৪০ রান করেন রোহিত।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৫২ key status

বিরাট শতরান

জন্মদিনে শতরান করলেন বিরাট। ইডেনে তাঁর শতরানে ভর করে ভারত ৩০০ রান পার করল। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৭:২৯ key status

আউট রাহুল

৮ রান করে আউট হয়ে যান রাহুল। জানসেনের বলে ক্যাচ দিয়ে গেলেন তিনি।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৭:০৪

৪০ ওভার শেষে

৪০ ওভারে ২৩৯ রান করল ভারত। ক্রিজে বিরাট এবং রাহুল। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৬:৪৮ key status

আউট শ্রেয়স

সাজঘরে ফিরলেন শ্রেয়স। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। ৭৭ রান করে আউট শ্রেয়স। লুঙ্গি এনগিডির বলে ক্যাচ দিলেন এডেন মার্করামের হাতে।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৬:৪০

৩৬ ওভার শেষে

২২৩ রান তুলে ফেলল ভারত। ক্রিজে বিরাট এবং শ্রেয়স। স্পিনারদের চাপ সামলে এগিয়ে চলেছেন তাঁরা। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৬:১৪ key status

অর্ধশতরান শ্রেয়সের

এ বার ৫০ করলেন শ্রেয়স। চার মেরে ৫০ করলেন তিনি।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৬:০৮ key status

জন্মদিনে বিরাট ৫০

জন্মদিনে ইডেনে খেলছেন বিরাট। ৫০ করলেন তিনি। রোহিত এবং শুভমনকে হারিয়ে ভারত প্রাথমিক একটা ধাক্কা খেয়েছিল ভারত। সেখান থেকে দলকে বার করলেন বিরাট এবং শ্রেয়স।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৫:৩৮

২০ ওভারে ১২৪

বিরাট এবং শ্রেয়স ধরে খেলছেন। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার মহারাজ এবং শামসি বেশ চাপ তৈরি করে ফেলেছেন। তাঁদের বল বুঝতে অসুবিধা হচ্ছে বিরাটদের। ২০ ওভারে ভারত তুলল ১২৪ রান।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৫:১১

১৫ ওভার শেষে

১৫ ওভারে ১০৫ রান তুলেছে ভারত। দু'উইকেট হারিয়েছে তারা। আউট হয়েছেন রোহিত (৪০) এবং শুভমন (২৪)। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৪:৫৬ key status

আউট শুভমন

বোল্ড শুভমন। ১০ ওভার শেষ হতেই স্পিনার নিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাঁর সিদ্ধান্ত যে, সঠিক ছিল তা প্রমাণ করে দিলেন কেশব মহারাজ। লেগ স্টাম্পে ছিল বলটি। সেটি গিয়ে লাগল অফ স্টাম্পের বেলে। ২৪ বলে ২৩ রান করে আউট শুভমন। আম্পায়ার প্রথমে বুঝতে পারেননি কী আউট দেবেন। রিভিউ নেন তিনি। তাতে দেখা যায় বোল্ড হয়েছেন শুভমন।

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৪:৫২

১০ ওভারে ৯১ রান

১৪ বলে ১৮ রান করে ফেললেন বিরাট। ফর্মে রয়েছেন তিনি। কভার ড্রাইভ এবং স্ট্রেট ড্রাইভে চার মারলেন রাবাডাকে। ভারত ১০ ওভারে ৯১ রান তুলল। 

timer শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৪:৩৫ key status

আউট রোহিত

৪০ রান (২৪ বলে) করে আউট রোহিত। কাগিসো রাবাডার বলে মিড অফে ক্যাচ দিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন