India vs New Zealand 1st Test

বেঙ্গালুরুতে ভারতের থেকে ১৩৪ রানে এগিয়ে নিউ জ়িল্যান্ড, কোন পথে এগোল দ্বিতীয় দিনের খেলা

বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে দাঁড়াতে পারলেন না ভারতের কোনও ব্যাটার। দলের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হলেন। ব্যুমেরাং হয়ে দাঁড়াল রোহিত শর্মার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৭:২৪
বেঙ্গালুরুতে বৃহস্পতিবার শূন্য রানে আউট হয়ে ফিরছেন বিরাট কোহলি।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার শূন্য রানে আউট হয়ে ফিরছেন বিরাট কোহলি। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৭:২৪ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

৩ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে নিউ জ়িল্যান্ড। ১৩৪ রানে এগিয়ে তারা। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৬:৪৩ key status

শতরান হাতছা়ড়া কনওয়ের

শতরান করতে পারলেন না কনওয়ে (৯১)। অশ্বিনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৬:২২ key status

নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন

জাডেজার বলে ৩৩ রান করে আউট উইল ইয়ং। ১৪২ রানে দ্বিতীয় উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৪:৪৭ key status

আউট টম লাথাম

১৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন লাথাম। ৬৭ রানে প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৪:৪৫ key status

অর্ধশতরান ডেভন কনওয়ের

রোদ ওঠায় বেঙ্গালুরুতে অনেক সুবিধা হচ্ছে নিউ জ়িল্যান্ডের। ভারতীয় বোলারদের বল বিশেষ সমস্যায় ফেলছে না তাদের। মাত্র ৫৪ বলে অর্ধশতরান করেছেন কনওয়ে। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৪:২৮ key status

এগিয়ে গেল নিউ জ়িল্যান্ড

মাত্র ১৩ ওভারে ভারতের করা ৪৬ রান টপকে গেল নিউ জ়িল্যান্ড। দলকে লিড দিলেন দুই ওপেনার।

Advertisement
timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৩:৫৮ key status

ভাল শুরু নিউ জ়িল্যান্ডের

নিউ জ়িল্যান্ড ভাল ব্যাটিং শুরু করেছে। ৬ ওভারেই ২৩ রান করে দিয়েছে ওপেনিং জুটি। অর্থাৎ, ভারতের ইনিংসের অর্ধেক রান হয়ে গিয়েছে তাদের। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৩:৩৭ key status

অল আউট ভারত

মাত্র ৪৬ রানে অল আউট হয়ে গেল ভারত। দেশের মাটিতে টেস্টে এক ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন রান। নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি ৫ উইকেট নিলেন।

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১২:৪৯ key status

হেনরির বলে আউট পন্থও

পন্থও বেশি ক্ষণ টানতে পারলেন না। হেনরির বলে ২০ রানের মাথায় খোঁচা মেরে ফিরলেন তিনি। ৩৯ রানে ৮ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১২:৪২ key status

দলের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট

কোহলি, সরফরাজ়, রাহুল ও জাডেজার পথই ধরলেন রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতির পর হেনরির প্রথম বলেই আউট তিনি। ৩৪ রানে ৭ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১২:০৫ key status

রান পেলেন না জাডেজাও

ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই ইনিংসে শূন্য রানে আউট হলেন জাডেজা। ম্যাচ হেনরির বলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ৩৪ রানে ৬ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১২:০৪ key status

শূন্য রানে আউট লোকেশ রাহুল

ও’রৌরকির বলে খোঁচা মেরে আউট হলেন লোকেশ রাহুল।

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১১:৪৫ key status

আউট যশস্বী

অনেক ক্ষণ ধৈর্য ধরে খেলার পর আর পারলেন না যশস্বী জয়সওয়াল। ও’রৌরকির বল পয়েন্ট এলাকায় খেলতে গেলেন। বল মাটিতে রাখতে পারেননি। ঝুঁকে ভাল ক্যাচ ধরেন অজাজ পটেল। ১৩ রানে আউট যশস্বী। ৩১ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১১:১৪ key status

পন্থের সহজ ক্যাচ ছাড়লেন ব্লান্ডেল

ও’রৌরকির বলে খোঁচা মারেন পন্থ। বল সোজা উইকেটরক্ষক ব্লান্ডেলের হাতে যায়। সহজ ক্যাচ ছাড়েন ব্লান্ডেল। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১১:০৫ key status

খেলা শুরু

আধ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা।

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১০:২৮ key status

বন্ধ খেলা

দ্বিতীয় দিন ১২.৪ ওভার খেলা হওয়ার পর শুরু হয়েছে বৃষ্টি। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১০:০৯ key status

শূন্য রানে আউট সরফরাজ়ও

বেঙ্গালুরুতে ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। পর পর দু’ওভারে আউট হলেন কোহলি ও সরফরাজ় খান। ম্যাচ হেনরির বল সামনের দিকে মারার চেষ্টা করেন তিনি। দুর্দান্ত ক্যাচ ধরেন ডেভন কনওয়ে। মাত্র ১০ রানে ৩ উইকেট পড়ে গেল ভারতের। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১০:০৭ key status

শূন্য রানে আউট কোহলি

আরও একটি টেস্ট ইনিংসে রান পেলেন না বিরাট কোহলি। উইলিয়াম ও’রৌরকির বল কোহলির গ্লাভসে লেগে হাওয়ায় ওঠে। লেগ স্লিপে দাঁড়িয়ে থাকা গ্লেন ফিলিপ্স সামনের দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন। শূন্য রানে ফিরলেন কোহলি। 

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ০৯:৫১ key status

আউট রোহিত

আর ধৈর্য রাখতে পারলেন না রোহিত। টিম সাউদির বল ক্রিজ় ছেড়ে বেরিয়ে খেলতে গেলেন। ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল লাগল উইকেটে। ২ রান করে আউট রোহিত। ৯ রানে প্রথম উইকেট পড়ল ভারতের।

timer শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ০৯:৪৪ key status

সাবধানে শুরু ভারতের

মেঘলা পরিবেশে নিউ জ়িল্যান্ডের পেসারদের বল দু’দিকেই সুইং করছে। সামলাতে হিমশিম খাচ্ছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। সাবধানে ব্যাট করছেন তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন