বেঙ্গালুরুতে বৃহস্পতিবার শূন্য রানে আউট হয়ে ফিরছেন বিরাট কোহলি। ছবি: পিটিআই।
৩ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে নিউ জ়িল্যান্ড। ১৩৪ রানে এগিয়ে তারা।
শতরান করতে পারলেন না কনওয়ে (৯১)। অশ্বিনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন।
জাডেজার বলে ৩৩ রান করে আউট উইল ইয়ং। ১৪২ রানে দ্বিতীয় উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।
১৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন লাথাম। ৬৭ রানে প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
রোদ ওঠায় বেঙ্গালুরুতে অনেক সুবিধা হচ্ছে নিউ জ়িল্যান্ডের। ভারতীয় বোলারদের বল বিশেষ সমস্যায় ফেলছে না তাদের। মাত্র ৫৪ বলে অর্ধশতরান করেছেন কনওয়ে।
মাত্র ১৩ ওভারে ভারতের করা ৪৬ রান টপকে গেল নিউ জ়িল্যান্ড। দলকে লিড দিলেন দুই ওপেনার।
নিউ জ়িল্যান্ড ভাল ব্যাটিং শুরু করেছে। ৬ ওভারেই ২৩ রান করে দিয়েছে ওপেনিং জুটি। অর্থাৎ, ভারতের ইনিংসের অর্ধেক রান হয়ে গিয়েছে তাদের।
মাত্র ৪৬ রানে অল আউট হয়ে গেল ভারত। দেশের মাটিতে টেস্টে এক ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন রান। নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি ৫ উইকেট নিলেন।
পন্থও বেশি ক্ষণ টানতে পারলেন না। হেনরির বলে ২০ রানের মাথায় খোঁচা মেরে ফিরলেন তিনি। ৩৯ রানে ৮ উইকেট হারাল ভারত।
কোহলি, সরফরাজ়, রাহুল ও জাডেজার পথই ধরলেন রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতির পর হেনরির প্রথম বলেই আউট তিনি। ৩৪ রানে ৭ উইকেট হারাল ভারত।
ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই ইনিংসে শূন্য রানে আউট হলেন জাডেজা। ম্যাচ হেনরির বলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ৩৪ রানে ৬ উইকেট হারাল ভারত।
ও’রৌরকির বলে খোঁচা মেরে আউট হলেন লোকেশ রাহুল।
অনেক ক্ষণ ধৈর্য ধরে খেলার পর আর পারলেন না যশস্বী জয়সওয়াল। ও’রৌরকির বল পয়েন্ট এলাকায় খেলতে গেলেন। বল মাটিতে রাখতে পারেননি। ঝুঁকে ভাল ক্যাচ ধরেন অজাজ পটেল। ১৩ রানে আউট যশস্বী। ৩১ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।
ও’রৌরকির বলে খোঁচা মারেন পন্থ। বল সোজা উইকেটরক্ষক ব্লান্ডেলের হাতে যায়। সহজ ক্যাচ ছাড়েন ব্লান্ডেল।
আধ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে খেলা।
দ্বিতীয় দিন ১২.৪ ওভার খেলা হওয়ার পর শুরু হয়েছে বৃষ্টি। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে।
বেঙ্গালুরুতে ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। পর পর দু’ওভারে আউট হলেন কোহলি ও সরফরাজ় খান। ম্যাচ হেনরির বল সামনের দিকে মারার চেষ্টা করেন তিনি। দুর্দান্ত ক্যাচ ধরেন ডেভন কনওয়ে। মাত্র ১০ রানে ৩ উইকেট পড়ে গেল ভারতের।
আরও একটি টেস্ট ইনিংসে রান পেলেন না বিরাট কোহলি। উইলিয়াম ও’রৌরকির বল কোহলির গ্লাভসে লেগে হাওয়ায় ওঠে। লেগ স্লিপে দাঁড়িয়ে থাকা গ্লেন ফিলিপ্স সামনের দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন। শূন্য রানে ফিরলেন কোহলি।
আর ধৈর্য রাখতে পারলেন না রোহিত। টিম সাউদির বল ক্রিজ় ছেড়ে বেরিয়ে খেলতে গেলেন। ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বল লাগল উইকেটে। ২ রান করে আউট রোহিত। ৯ রানে প্রথম উইকেট পড়ল ভারতের।
মেঘলা পরিবেশে নিউ জ়িল্যান্ডের পেসারদের বল দু’দিকেই সুইং করছে। সামলাতে হিমশিম খাচ্ছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। সাবধানে ব্যাট করছেন তাঁরা।