বীরেন্দ্র সহবাগ। —ফাইল চিত্র।
বীরেন্দ্র সহবাগের দুই ছেলে আর্যবীর এবং বেদান্ত ২২ গজে নজর কেড়েছে আগেই। এ বার সহবাগের স্কুলের ছাত্র রাহুল সোরেং জায়গা নির্বাচিত হল হরিয়ানার অনূর্ধ্ব ১৬ দলে। বিজয় মার্চেন্ট ট্রফির জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছে রাহুল।
সহবাগের স্কুলের পডুয়া ছাড়াও রাহুলের আরও একটি পরিচয় রয়েছে। সে পুলওয়ামাকাণ্ডের শহিদ বিজয় সোরেংয়ের ছেলে। দুই ছেলের মতো রাহুলকে নিয়েও একই রকম গর্বিত ভারতীয় দলের প্রাক্তন ওপেনার। গত চার বছর সহবাগ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র রাহুল। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর সহবাগ ঘোষণা করেছিলেন, শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার সব দায়িত্ব তিনি নেবেন। সেই মতোই তাঁর স্কুলে পড়ার সুযোগ পায় রাহুল। স্কুলে পড়ার পাশাপাশি ক্রিকেট শেখাও শুরু তার।
হরিয়ানার বিজয় মার্চেন্ট ট্রফির দলে রাহুলের নাম দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সহবাগ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘পুলওয়ামার শহিদ বিজয় সোরেংয়ের ছেলে রাহুল গত ২০১৯ সাল থেকে আমাদের স্কুলে রয়েছে। বিজয় মার্চেন্ট ট্রফির জন্য হরিয়ানার অনূর্ধ্ব ১৬ দলে নির্বাচিত হয়েছে রাহুল। ছোট ছোট অনেক বিষয় আমাদের ভীষণ আনন্দ দেয়। এটা তেমনই একটা বিষয়।’’
শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি সার্বিক বিকাশের ব্যাপারেও বিশেষ যত্ন নেওয়া হয় সহবাগের স্কুলে। বিভিন্ন বিষয়ে তাদের উৎসাহিত করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। রাহুলের এই সাফল্য অনেকটা সহবাগের একটি স্বপ্ন সফল হওয়ার মতোই।