—প্রতীকী চিত্র।
সন্তোষ ট্রফির ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতল বাংলা। সঞ্জয় সেনের দল ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান বজায় রাখল। ধরে রাখল প্রতিযোগিতায় অপরাজিত তকমাও। গ্রুপের দু’টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসাবে জায়গা পাকা করে নিল শেষ আটে।
বুধবারের ম্যাচে প্রথম থেকে দাপট ছিল বাংলার। ফুটবলারদের আগ্রাসী ফুটবল খেলার নির্দেশ দেন কোচ। সেই মতোই শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন চাকু মান্ডি, সুপ্রিয় পণ্ডিতেরা। তবু বাংলাকে গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত ৪৫ মিনিটে রবিলাল মান্ডির গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ফুটবল বজায় রাখেন সঞ্জয়ের ছেলেরা। ৫৬ মিনিটে বাংলাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন নরহরি শ্রেষ্ঠা। কয়েকটি সুযোগ নষ্ট না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত বাংলা। প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলা রাজস্থানও গোলের সুযোগ পেয়েছিল একাধিক। কিন্তু লাভ হয়নি।
বুধবারের জয়ের ফলে ফাইনাল রাউন্ডে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতল বাংলা। আগামী ২১ ডিসেম্বর বাংলার পরের প্রতিপক্ষ মণিপুর। ফাইনাল রাউন্ডে দু’টি গ্রুপে রয়েছে ছ’টি করে দল। প্রথম চারটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।